Jaldapara National Park: গভীর রাতে হাতিদের গোপন বৈঠক! জলদাপাড়ার সিসি ক্যামেরার চাঞ্চল্যকর ফুটেজ ভাইরাল, অবস্থা বুঝে ব্যবস্থা গ্রহণ বন দফতরের
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Jaldapara National Park: গভীর রাতে মাদারিহাট ব্লকের রামঝোরা চা বাগান সংলগ্ন এলাকায় জড়ো হচ্ছে হাতির দল। ছোট, বড় মিলিয়ে দলে রয়েছে প্রায় ১৫ থেকে ২০টি হাতি। জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষের সিসিটিভি ফুটেজ ভাইরাল।
মাদারিহাট, আলিপুরদুয়ার, অনন্যা দে: গোল টেবিল বৈঠকের বিষয়ে সকলের জানা। তবে হাতিদের গোল টেবিল বৈঠক দেখেছেন কখনও! জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষের সিসিটিভির একটি ভিডিও ভাইরাল হতেই ধরা পড়ল তেমনই এক ছবি। বীরপাড়া মাদারিহাট ব্লকের রামঝোরা চা বাগান সংলগ্ন এলাকার ঘটনা।
রবিবার রাতে রামঝোরা চা বাগানের কাছে সিসি ক্যামেরায় দেখা যায়, একটি হাতির দল জড়ো হচ্ছে এবং গ্রাম অভিমুখে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগে গোপন বৈঠক সারছে হাতিগুলি। ছোট, বড় মিলিয়ে রয়েছে প্রায় ১৫ থেকে ২০টি হাতি।
আরও পড়ুনঃ ইন্টার স্কুল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ পাঁশকুড়ায়, রাজ্য জুড়ে ২০০-রও বেশি পড়ুয়ার অংশগ্রহণ, আত্মরক্ষার কৌশলের সঙ্গে ভবিষ্যতের পথ নির্দেশনা
জলদাপাড়া জঙ্গল সংলগ্ন গ্রামগুলিতে হাতির হানার ঘটনা নতুন কোনও বিষয় নয়। হাতি প্রায়দিনই গ্রামে প্রবেশ করে এলাকার মানুষের রেশন সামগ্রী, বাড়িঘর নষ্ট করে। হাতিদের ভয়ে বিকেল হলে ঘর থেকে বের হওয়া বন্ধ করেছেন বাসিন্দারা। বন্য হাতিদের গতিবিধি বুঝতে জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষের পক্ষ থেকে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে বিভিন্ন স্থানে। খোলা হয়েছে কন্টোলরুম। হাতিদের গ্রামে যাওয়া থেকে বিরত রাখতে এই প্রচেষ্টা বলে জানা যায়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ফিরছে সিল্কের সু-দিন! উন্নতমানের রেশম গুটি উৎপাদন করে প্রশংসিত মালদহের ৬ রেশম চাষি, পুরস্কার তুলে দিল সেন্ট্রাল সিল্ক বোর্ড
রবিবার রাতে হাতিদের এই বৈঠক জলদাপাড়া কন্ট্রোল রুমের কর্মীদের নজরে আসে। সঙ্গে সঙ্গে নিকটবর্তী টিমকে বার্তা পাঠানো হয়। দলটি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাতিগুলিকে নিরাপদে বনাঞ্চলের দিকে ফিরিয়ে দেয়। পুরো ঘটনাটিই ক্যামেরায় ধরা পড়ে। যে ভিডিও ভাইরাল হতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মানুষ-বন্যপ্রাণী সংঘাত নিয়ন্ত্রণে জলদাপাড়া ডিভিশনের পক্ষ থেকে প্রতিরাতে একাধিক টিম মোতায়েন থাকে। বিশাল বন সীমানা এবং বৃহৎ তৃণভোজী প্রাণীর ঘন বসতির কারণে এই নজরদারি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানা যায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Alipurduar,Jalpaiguri,West Bengal
First Published :
Jan 12, 2026 5:12 PM IST






