TRENDING:

Vegetable Weighing Machine: ওজন মেশিনে কারচুপি! জিনিস কিনতে গিয়ে ঠকছেন না তো?

Last Updated:

ওজনের কারচুপি ধরতে কড়া নজর প্রশাসনের। অভিযানে বেরিয়ে লিগ্যাল মেট্রোলজি আধিকারিকরা দেখতে পান, একাধিক দোকানদার তাদের মেশিন নবীকরণ করাননি। ব্যবসায়ীদের সতর্ক করে যাওয়ার পাশাপাশি যাদের মেশিন দীর্ঘদিন ধরে কোনও নবীকরণ করা হয়নি, তাদের মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তর ২৪ পরগনা: বাজার করতে গিয়ে ঠকছেন না তো ক্রেতারা? জানেন কী, যেই ওজন মেশিনে ওজন করে জিনিস নিচ্ছেন, সেই ওজন মেশিনে কারচুপি করা রয়েছে কিনা? বাজারে কিংবা দোকানদারদের কারচুপি ঠেকাতে নজর রাখছেন প্রশাসনের বিশেষ আধিকারিকরা। তাই সাবধান থাকুন দোকানদাররা। আটক করা হয়েছে চারটি ওজন মেশিন।
advertisement

রাজ্য সরকারের ডিরেক্টর অফ লিগ্যাল মেট্রোলজি উত্তর ২৪ পরগনার তরফ থেকে মধ্যমগ্রাম থানার পুলিশকে নিয়ে মধ্যমগ্রামের বাজারগুলোতে অভিযান চালানো হয়। বাজারে যে ওজন করার মেশিন থাকে সেই মেশিনের অধিকাংশ মেশিনই নবীকরণ করা নেই। প্রতিবছর এই মেশিনগুলো সংশ্লিষ্ট দফতর থেকে পরীক্ষা করে নবীকরণ করতে হয়। তবে অভিযানে বেরিয়ে লিগ্যাল মেট্রোলজি আধিকারিকরা দেখতে পান, একাধিক দোকানদার তাদের মেশিন নবীকরণ করাননি। ব্যবসায়ীদের সতর্ক করে যাওয়ার পাশাপাশি যাদের মেশিন দীর্ঘদিন ধরে কোনও নবীকরণ করা হয়নি, তাদের মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে৷

advertisement

আরও পড়ুন- সুজন-খালেদার বিয়েতে হল মালাবদলও! আয়োজন দেখলে চোখ ধাঁধিয়ে যাবে!

মধ্যমগ্রাম থেকে চারটি মেশিন বাজেয়াপ্ত করা হয়। যার মধ্যে তিনটি মেশিন সাঝিরহাট বাজার থেকে এবং একটি মেশিন কালিবাড়ি বাজার থেকে বাজেয়াপ্ত করা হয়। এই ওজন মেশিন নবীকরণ না করা হলে সেই ব্যবসায়ীকে মোটা অঙ্কের জরিমানাও করা হতে পারে। এদিন চারটি মেশিন বাজেয়াপ্ত করার পাশাপাশি একাধিক ব্যবসায়ীকে সতর্ক করে যান লিগ্যাল মেট্রোলজি দফতরের আধিকারিকরা। পরবর্তী সময়ে জেলার অন্যান্য বাজারগুলোতেও এই নজরদারি চলবে বলে জানা যায়।

advertisement

View More

আরও পড়ুন- কন্যাশ্রী পেতে বিবাহিত ছাত্রী হয়ে গেল অবিবাহিতা!

একেই অতিরিক্ত দামে সবজি কিনতে হচ্ছে ক্রেতাদের, তার ওপর এই ওজনে কারচুপি! আবার একই সবজির দাম একেক বিক্রেতা একেক দামে বিক্রি করছে বলেও অভিযোগ৷

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Vegetable Weighing Machine: ওজন মেশিনে কারচুপি! জিনিস কিনতে গিয়ে ঠকছেন না তো?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল