রাজ্য সরকারের ডিরেক্টর অফ লিগ্যাল মেট্রোলজি উত্তর ২৪ পরগনার তরফ থেকে মধ্যমগ্রাম থানার পুলিশকে নিয়ে মধ্যমগ্রামের বাজারগুলোতে অভিযান চালানো হয়। বাজারে যে ওজন করার মেশিন থাকে সেই মেশিনের অধিকাংশ মেশিনই নবীকরণ করা নেই। প্রতিবছর এই মেশিনগুলো সংশ্লিষ্ট দফতর থেকে পরীক্ষা করে নবীকরণ করতে হয়। তবে অভিযানে বেরিয়ে লিগ্যাল মেট্রোলজি আধিকারিকরা দেখতে পান, একাধিক দোকানদার তাদের মেশিন নবীকরণ করাননি। ব্যবসায়ীদের সতর্ক করে যাওয়ার পাশাপাশি যাদের মেশিন দীর্ঘদিন ধরে কোনও নবীকরণ করা হয়নি, তাদের মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে৷
advertisement
আরও পড়ুন- সুজন-খালেদার বিয়েতে হল মালাবদলও! আয়োজন দেখলে চোখ ধাঁধিয়ে যাবে!
মধ্যমগ্রাম থেকে চারটি মেশিন বাজেয়াপ্ত করা হয়। যার মধ্যে তিনটি মেশিন সাঝিরহাট বাজার থেকে এবং একটি মেশিন কালিবাড়ি বাজার থেকে বাজেয়াপ্ত করা হয়। এই ওজন মেশিন নবীকরণ না করা হলে সেই ব্যবসায়ীকে মোটা অঙ্কের জরিমানাও করা হতে পারে। এদিন চারটি মেশিন বাজেয়াপ্ত করার পাশাপাশি একাধিক ব্যবসায়ীকে সতর্ক করে যান লিগ্যাল মেট্রোলজি দফতরের আধিকারিকরা। পরবর্তী সময়ে জেলার অন্যান্য বাজারগুলোতেও এই নজরদারি চলবে বলে জানা যায়।
আরও পড়ুন- কন্যাশ্রী পেতে বিবাহিত ছাত্রী হয়ে গেল অবিবাহিতা!
একেই অতিরিক্ত দামে সবজি কিনতে হচ্ছে ক্রেতাদের, তার ওপর এই ওজনে কারচুপি! আবার একই সবজির দাম একেক বিক্রেতা একেক দামে বিক্রি করছে বলেও অভিযোগ৷
Rudra Narayan Roy