ঘটনা তদন্ত শুরু করে বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ। তদন্তকারী আধিকারিক তদন্ত নেমে জানতে পারে সেই কলটি করা হয়েছিল ঝাড়খণ্ডের এলাকা থেকে এবং সেখানে বসেই সেই প্রতারণা চক্র চালাচ্ছে কেউ। এরপরেই বিধান নগর সাইবার ক্রাইম থানার একটি টিম ফোনে টাওয়ার লোকেশন ধরে ঝাড়খণ্ডের পালঝাড়ি গ্রামে হানা দেয়।
আরও পড়ুন: প্রয়াত ধূপগুড়ির বিজেপি বিধায়ক, ট্যুইটে শোকপ্রকাশ শুভেন্দুর
advertisement
আরও পড়ুন: অর্পিতা… টাকা… গটআপ…! আদালত থেকে বেরিয়েই এ কী বললেন! বিস্ফোরক পার্থ
সেখান থেকে এই ঘটনার মূল অভিযুক্ত হাজগুল আনসারীকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। তাকে ঝাড়খন্ড থেকে ট্রানজিট রিমান্ডে কলকাতা নিয়ে আসা হয়। মঙ্গলবার তাকে বিধাননগর আদালতে তোলা হবে। পুলিশ অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানোর আবেদন জানাবে বলে পুলিশ সূত্রের খবর। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত আছে, সেই বিষয়ে তদন্ত করে দেখছে বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
অনুপ চক্রবর্তী