TRENDING:

North 24 Parganas News: অ্যাপ ক্যাবে অভিযোগ জানানোর সময় সাবধান! গায়েব হয়ে যেতে পারে লাখ লাখ টাকা, ভয়ঙ্কর ঘটনা

Last Updated:

অনলাইন ক্যাবের অভিযোগ জানাতে গিয়ে লক্ষাধিক টাকার প্রতারণা। অ্যাপ ডাউনলোড করে অনলাইন ট্রানজেকশনে তাদের সঙ্গে যুক্ত হতেই তার একাউন্ট থেকে ৮ লক্ষ ৬৩ হাজার টাকা তুলে নেওয়া হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিধাননগর: ২৮ জানুয়ারি সল্টলেকের এ এইচ ব্লকের বাসিন্দা দীপক কুমার সাহ বিধান নগর সাইবার ক্রাইম থানায় এসে অভিযোগ করেন যে,  একুশে জানুয়ারি তিনি একটি  অ্যাপ ক্যাব বুক করেন। সেখানে তাঁকে বিল দেখানো হয় ১৮৬ টাকা। তিনি ২০০ টাকা ড্রাইভারকে ভাড়া দিলে অ্যাপে সেটা আপডেট হয় না। তার জন্য তিনি  গুগল থেকে ওই অনলাইন ক্যাবের কাস্টমার কেয়ারের নম্বর জোগাড় করে যোগাযোগ করেন। সেখানে তাঁকে ওই সংস্থার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে পরিচয় দেন রাহুল কুমার শর্মা বলে এক ব্যক্তি। তিনি তাঁকে পুরো টাকা রিফান্ড করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এরপরই তাঁকে এনিডেক্স অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। তিনি সেই অ্যাপ ডাউনলোড করে অনলাইন ট্রানজেকশনে তাদের সঙ্গে যুক্ত হতেই তাঁর অ্যাকাউন্ট থেকে ৮ লক্ষ ৬৩ হাজার টাকা তুলে নেওয়া হয়।
advertisement

ঘটনা তদন্ত শুরু করে বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ। তদন্তকারী আধিকারিক তদন্ত নেমে জানতে পারে সেই কলটি করা হয়েছিল ঝাড়খণ্ডের এলাকা থেকে এবং সেখানে বসেই সেই প্রতারণা চক্র চালাচ্ছে কেউ। এরপরেই বিধান নগর সাইবার ক্রাইম থানার একটি টিম ফোনে টাওয়ার লোকেশন ধরে ঝাড়খণ্ডের পালঝাড়ি গ্রামে হানা দেয়।

আরও পড়ুন: প্রয়াত ধূপগুড়ির বিজেপি বিধায়ক, ট্যুইটে শোকপ্রকাশ শুভেন্দুর

advertisement

আরও পড়ুন: অর্পিতা… টাকা… গটআপ…! আদালত থেকে বেরিয়েই এ কী বললেন! বিস্ফোরক পার্থ

View More

সেখান থেকে এই ঘটনার মূল অভিযুক্ত হাজগুল আনসারীকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। তাকে ঝাড়খন্ড থেকে ট্রানজিট রিমান্ডে কলকাতা নিয়ে আসা হয়। মঙ্গলবার তাকে বিধাননগর আদালতে তোলা হবে। পুলিশ অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানোর আবেদন জানাবে বলে পুলিশ সূত্রের খবর। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত আছে, সেই বিষয়ে তদন্ত করে দেখছে বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রাত্য বসুর সিনেমায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা! কবিগুরুর মাটিতে বসে কী বললেন?
আরও দেখুন

অনুপ চক্রবর্তী

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: অ্যাপ ক্যাবে অভিযোগ জানানোর সময় সাবধান! গায়েব হয়ে যেতে পারে লাখ লাখ টাকা, ভয়ঙ্কর ঘটনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল