TRENDING:

North 24 Parganas News: পথের পশু অসুস্থ হলেই বাইক নিয়ে হাজির হয়ে যায় যুবকের দল, শুরু হয় চিকিৎসা

Last Updated:

গত চার-পাঁচ বছর ধরে প্রতিদিন পথ কুকুর সহ অন্যান্য অবলা প্রাণীদের সেবা করে চলেছেন ওই যুবকরা। পথের কোন‌ও পশু অসুস্থ হয়েছে খবর পেলেই তাঁরা সঙ্গে সঙ্গে সেই জায়গায় পৌঁছে যান। শুরু করেন সেই অবলা পশুর চিকিৎসা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: আহত কুকুর রাস্তায় পড়ে ঘেউ ঘেউ করছে। অবলা সেই জীবকে সাহায্য করার কেউ নেই। এমন দৃশ্য আকছার পথে ঘাটে দেখা যায়। প্রায় সকলেই সেই অসুস্থ কুকুরকে পাশ কাটিয়ে চলে যান। এটাই ক্রমশ স্বাভাবিক হয়ে উঠছে। কিন্তু কেউ কেউ অন্যরকম হন। আর তাই অসুস্থ পথ কুকুরকে সুস্থ করে তুলতে রাস্তায় নেমেছে বসিরহাটের একদল যুবক। কোথাও কোনও পথ কুকুরের অবস্থা খারাপ খবর পেলেই তারা চিকিৎসার সরঞ্জাম নিয়ে হাজির হয়ে যাচ্ছে। পরম মমতায় চিকিৎসা করে সুস্থ করে তুলছে তাদের।
advertisement

গত চার-পাঁচ বছর ধরে এভাবেই প্রতিদিন পথ কুকুর সহ অন্যান্য অবলা প্রাণীদের সেবা করে চলেছেন ওই যুবকরা। পথের কোন‌ও পশু অসুস্থ হয়েছে খবর পেলেই তাঁরা সঙ্গে সঙ্গে সেই জায়গায় পৌঁছে যান। শুরু করেন সেই অবলা পশুর চিকিৎসা।

আরও পড়ুন: স্বর্ণমন্দিরকে রক্ষা করা CRPF জ‌ওয়ান কর্মজীবন শেষে পেলেন অভূতপূর্ব সংবর্ধনা

advertisement

বসিরহাটের ওই যুবকরা জানিয়েছেন, কোনও কিছু পাওয়ার জন্য নয়, একেবারে ব্যক্তিগত অনুভূতি থেকেই তাঁরা পথের অসুস্থ পশুদের পাশে গিয়ে দাঁড়ান। এই করতে গিয়ে তাঁদের মাঝেমধ্যে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। তবে হাল ছাড়তে নারাজ ওই যুবকরা। আগামী দিনেও তাঁরা এইভাবেই পথের অসুস্থ পশুদের পাশে থাকবেন বলে জানিয়েছেন।

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জুলফিকার মোল্লা

advertisement

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: পথের পশু অসুস্থ হলেই বাইক নিয়ে হাজির হয়ে যায় যুবকের দল, শুরু হয় চিকিৎসা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল