গত চার-পাঁচ বছর ধরে এভাবেই প্রতিদিন পথ কুকুর সহ অন্যান্য অবলা প্রাণীদের সেবা করে চলেছেন ওই যুবকরা। পথের কোনও পশু অসুস্থ হয়েছে খবর পেলেই তাঁরা সঙ্গে সঙ্গে সেই জায়গায় পৌঁছে যান। শুরু করেন সেই অবলা পশুর চিকিৎসা।
আরও পড়ুন: স্বর্ণমন্দিরকে রক্ষা করা CRPF জওয়ান কর্মজীবন শেষে পেলেন অভূতপূর্ব সংবর্ধনা
advertisement
বসিরহাটের ওই যুবকরা জানিয়েছেন, কোনও কিছু পাওয়ার জন্য নয়, একেবারে ব্যক্তিগত অনুভূতি থেকেই তাঁরা পথের অসুস্থ পশুদের পাশে গিয়ে দাঁড়ান। এই করতে গিয়ে তাঁদের মাঝেমধ্যে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। তবে হাল ছাড়তে নারাজ ওই যুবকরা। আগামী দিনেও তাঁরা এইভাবেই পথের অসুস্থ পশুদের পাশে থাকবেন বলে জানিয়েছেন।
জুলফিকার মোল্লা
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
April 04, 2023 7:52 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: পথের পশু অসুস্থ হলেই বাইক নিয়ে হাজির হয়ে যায় যুবকের দল, শুরু হয় চিকিৎসা