Malda News: স্বর্ণমন্দিরকে রক্ষা করা CRPF জ‌ওয়ান কর্মজীবন শেষে পেলেন অভূতপূর্ব সংবর্ধনা

Last Updated:

চাকরি জীবনের পাঁচ বছরের মাথায় স্বর্ণ মন্দিরকে রক্ষা করতে বিনাল চন্দ্র রায় সন্ত্রাসবাদীদের সঙ্গে টানা ২৮ দিন লড়াই করেন।

+
title=

মালদহ: দেশ রক্ষার শপথ নিয়ে গায়ে চড়িয়েছিলেন খাকি উর্দি। কর্মজীবনে বহু বিপদ এসেছে, কিন্তু কখনও মাথা নত করেননি। পঞ্জাবের স্বর্ণ মন্দিরে সন্ত্রাসবাদী হামলার সময়‌ও বুক চিতিয়ে লড়াই করেছিলেন সিআরপিএফের সুবেদার বিনাল চন্দ্র রায়। সেই তিনি কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর চাকরি থেকে অবসর নেওয়ার পর ঘরে ফিরে পেলেন অভূতপূর্ব সংবর্ধনা। ফুলের মালা পরিয়ে তাকে ঘোরানো হল গোটা এলাকা। তাঁর এই সংবর্ধনা উপলক্ষে গাজোলে বের হয় শোভাযাত্রা।
মালদহের গাজোলের বিনাল চন্দ্র রায় ৪০ বছর সিআরপিএফে দেশ রক্ষার দায়িত্ব পালন করে সদ্য চাকরি থেকে অবসর নিয়েছেন। অবসরের পর বাড়ি ফিরতেই আদিবাসী নৃত্যের মাধ্যমে তাঁকে স্বাগত জানায় গাজোলের মানুষ। বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। ফুলের মালা পরিয়ে বিনাল চন্দ্র রায়কে গাজোলের বিভিন্ন এলাকায় ঘোরানো হয়। অবসরপ্রাপ্ত সৈনিক তথা নির্মল যোগ সংঘের গুরু নির্মল কুমার সাহা বিনালবাবুকে সংবর্ধিত করেন।
advertisement
advertisement
এলাকার মানুষের কাছ থেকে এমন সংবর্ধনা পেয়ে দৃশ্যতই আপ্লুত বিনাল চন্দ্র রায়। তিনি বলেন, আমার কর্মরত জীবন শুরু হয়েছিল ৩০ মে ১৯৯৩ সালে। দেশের জন্য ৪০ বছর ধরে সেবা করে এবার অবসর নিয়েছি। এতদিনের দায়িত্ব থেকে অব্যাহতি পেয়ে প্রথমে মনটা একটু খারাপ হয়েছিল। তবে বাড়ি ফিরে সকলের কাছ থেকে এমন ভালোবাসা পেয়ে মনটা ভরে গিয়েছে। তিনি জানান, কর্মজীবনে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন পঞ্জাবের স্বর্ণমন্দিরে ডিউটি দেওয়ার সময়। চাকরি জীবনের পাঁচ বছরের মাথায় স্বর্ণ মন্দিরকে রক্ষা করতে সন্ত্রাসবাদীদের সঙ্গে টানা ২৮ দিন লড়াই করেন।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: স্বর্ণমন্দিরকে রক্ষা করা CRPF জ‌ওয়ান কর্মজীবন শেষে পেলেন অভূতপূর্ব সংবর্ধনা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement