Uttar Dinajpur News: মালগাঁও যেন স্বপ্নপুরী! বাংলার এই গ্রামের কার্পেট-গালিচায় সেজে উঠছে আরব শেখদের বাড়ি

Last Updated:

মালগাঁও-এ তৈরি কার্পেট আজ বাংলার গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। এমনকি মার্কিন মুলুক থেকে আরব দুনিয়া, ভিনদেশের সম্পদশালীদের বাড়িতেও শোভা পাচ্ছে এই গ্রামের তৈরি কার্পেট ও গালিচা।

+
title=

উত্তর দিনাজপুর: মালগাঁও-র ঘরে ঘরে তৈরি হচ্ছে রঙ বাহারি কার্পেট ও গালিচা। গোটা গ্রামটা এখন কার্পেট ভিলেজ নামে পরিচিতি লাভ করেছে। কালিয়াগঞ্জের এই গ্রামের শিল্পীদের হাতের নিপুণ ছোঁয়ায় তৈরি হচ্ছে একের পর এক সুদৃশ্য কার্পেট, গালিচা।
উত্তর দিনাজপুরের মালগাঁও গ্রাম ও তার আশপাশে প্রায় দশ হাজার পরিবারের বাস। এই পরিবারগুলোর রুটিরুজি বর্তমানে কার্পেট, গালিচা তৈরির উপর‌ই নির্ভর করে। শুরুটা হয়েছিল সেই ১৯৮৯ সালে। যা খানিকটা গল্পের মত।
এই মালগাঁও গ্রামের কৃষক পরিবারের ছেলে আবু তাহের উচ্চ মাধ্যমিক পাশ করে জীবিকার সন্ধানে গিয়েছিলেন উত্তর প্রদেশ। সেখানকার ভাদোহি গ্রামে গিয়ে ওঠেন। ওই গ্রামটি কার্পেট, গালিচা তৈরির জন্য বিখ্যাত ছিল। সেখানে চোখের সামনে দেখেছিলেন প্রচুর মানুষ সেই রঙবেরঙের কার্পেট বুনছে। গ্রামের পুরুষ থেকে মহিলা সকলের পেশা এটাই। বিষয়টি মন ছুঁয়ে যায় আবু তাহেরের। সেখানে থেকে তিনিও ধীরে ধীরে এই কার্পেট, গালিচা তৈরির কাজ শেখেন। তারপর নিজের গ্রামে ফিরে এসে সকলকে এই কাজ শেখান।
advertisement
advertisement
উত্তর প্রদেশের ভাদোহি থেকে ফিরে আবু তাহের গ্রামেই কার্পেট তৈরির একটি কারখানা খোলেন। সেই শুরু। এক সময় কাজের সন্ধানে যে গ্রামের মানুষদের ভারতের অন্যান্য প্রান্তে চলে যেতে হত, তাঁরাই আজ গ্রামে বসে কার্পেট তৈরি করে স্বনির্ভর হয়ে উঠেছেন।
advertisement
মালগাঁও-এ তৈরি কার্পেট আজ বাংলার গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। এমনকি মার্কিন মুলুক থেকে আরব দুনিয়া, ভিনদেশের সম্পদশালীদের বাড়িতেও শোভা পাচ্ছে এই গ্রামের তৈরি কার্পেট ও গালিচা। বর্তমানে এই গ্রামের কার্পেট শিল্পকে আরও আধুনিক করে তুলতে
আবু তাহের কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের সহযোগিতায় গ্রামে একটি কার্পেট তৈরির ক্লাসটার গড়ে তুলছেন।
advertisement
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Uttar Dinajpur News: মালগাঁও যেন স্বপ্নপুরী! বাংলার এই গ্রামের কার্পেট-গালিচায় সেজে উঠছে আরব শেখদের বাড়ি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement