ফলে ওই স্থানে রাস্তা সরু হয়ে গিয়েছে। গাড়ি চলাচলের ক্ষেত্রেও সমস্যা তৈরি হয়েছে। নিত্যদিন কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে। বামনগাছি স্টেশন থেকে শুরু করে কাশিমপুর শিবালয় পর্যন্ত এই ব্যস্ততম রাস্তা দিয়েই দত্তপুকুর থানা, কাশিমপুর হাই স্কুল, কাশিমপুর বালিকা বিদ্যালয়ে যাতায়াত করতে হয় প্রচুর মানুষকে।
আরও পড়ুনঃ ঝাঁ-চকচকে 'নতুন শহরে' একি বেহাল দশা রাস্তার! ক্ষুব্ধ এলাকাবাসী
advertisement
একাধিকবার স্থানীয় পঞ্চায়েতে জানানো সত্ত্বেও কোনো কাজ হয়নি। এই নিয়েই ক্ষোভ এলাকার মানুষ সহ স্কুল ছাত্র ছাত্রীদের। জেলা পরিষদ সদস্য, পঞ্চায়েত প্রধান, স্থানীয় মেম্বারের সাথে কথা বলেও এখনো অব্দি এই কালভার্টের সমস্যার কোনও সমাধান মেলেনি। যদিও পঞ্চায়েত বলছে বিষয়টি পি ডব্লিউ ডি দেখবে।
আরও পড়ুনঃ শাবক মারা যেতেই এলাকাবাসীদের আক্রমণ, হনুমানকে খাঁচা বন্দি করার চেষ্টা বনদফতরের
জেলা পরিষদেরও একই বক্তব্য। তবে পি ডব্লিউ ডি-র তরফ থেকে কোনো বক্তব্য মেলেনি। এই সমস্যার সমাধানে আরো কতদিন অপেক্ষা করতে হবে এখন সেদিকেই তাকিয়ে এই বিস্তীর্ণ এলাকার মানুষ।
Rudra Narayan Roy