এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শান্তিপুর রামনগর চর ভাগীরথী নদীর তীরে। ওই এলাকার চাষিদের অভিযোগ, দিন তিনেক আগে তাঁরা প্রায় শতাধিক চাষি মিলে জমিতে জল দেওয়ার পাম্প রাখার জন্য একটি ঘর তৈরি করেছিলেন। যার জন্য প্রায় ১৫ হাজার টাকা খরচ হয়। অভিযোগ, বৃহস্পতিবার রাতে একদল দুষ্কৃতী সেই ঘরে আগুন লাগিয়ে দেয়। তবে নতুন তৈরি হওয়া ওই ঘরে জলের পাম্প না থাকায় বড়সড় ক্ষতি এড়ানো গিয়েছে বলে চাষিদের দাবি।
advertisement
আরও পড়ুন: শিলিগুড়িতে দেবশঙ্করকে নিয়ে নাট্য উৎসব, পাঁচদিনই মঞ্চস্থ হবে অভিনেতার নাটক
জানা গিয়েছে, ওই এলাকার প্রায় শতাধিক চাষি বিঘা বিঘা জমিতে পাম্পের মাধ্যমে জল দেয়। সেই পাম্পটিকে সুরক্ষিত রাখার জন্যই তাঁরা পৃথক ঘর তৈরি করেছিলেন। কিন্তু নতুন ঘর তৈরির পরই কেন তাতে আগুন লাগানো হল তা নিয়ে প্রশ্ন উঠছে। তাহলে কী চক্রান্ত করেই দুষ্কৃতীরা ঘরটিতে আগুন লাগিয়ে দেয়? নাকি ঘটনার পেছনে রয়েছে অন্য কোনও রহস্য আছে? চাষিদের অভিযোগের ভিত্তিতে গোটা বিষয়টি খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ।
মৈনাক দেবনাথ