শিলিগুড়ি: 'পাঁচ সন্ধেয় দেবশঙ্কর'। এই শিরোনামে নাট্য উৎসব আয়োজন করা হয়েছে শিলিগুড়িতে। উদ্যোক্তা উত্তরবঙ্গ সাংস্কৃতিক পরিষদ। এই নাট্য উৎসবের মূল আকর্ষণ প্রখ্যাত অভিনেতা দেবশঙ্কর হালদার।
নাট্য উৎসবের উদ্যোক্তাদের তরফ থেকে শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানান, আগামী ৪ থেকে ৮ ফেব্রুয়ারি শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে নাট্য উৎসব। এখানে মঞ্চস্থ হওয়া প্রতিটি নাটকেই মুখ্য ভূমিকায় থাকবেন অভিনেতা দেবশঙ্কর হালদার। উদ্যোক্তারা জানিয়েছেন, মূলত শিলিগুডি শহরকে সংস্কৃতিমনস্ক করে তুলতেই এই আয়োজন। এই উৎসবের উদ্বোধন করবেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব সুবোধ পট্টনায়েক এবং বিশেষ অতিথি হিসেবে থাকছেন নাট্যকার চন্দন সেন। এবারের এই নাট্য উৎসব বিল্বমঙ্গল কাব্য, টাইপিস্ট, বিপজ্জনক, দায় আমাদেরও, এক মঞ্চ এক জীবন-এর মত নাটক পরিবেশিত হবে।
আরও পড়ুন: 'গুণধর' কুন্তলের আরেক কীর্তি ফাঁস! তাঁর প্রতারণায় পথে বসেছেন রাজমিস্ত্রি
উদ্যোক্তারা আরও জানান, এই প্রথম শিলিগুড়ি শহরে নাটকের টিকিট অফলাইনের পাশাপাশি অনলাইনেও পাওয়া যাবে। প্রতিদিন সন্ধে ৬.৩০ টা থেকে নাটক শুরু হবে। এদিকে সদ্যসমাপ্ত 'সত্যজিৎ রায় চলচ্চিত্র উৎসবে' যেভাবে মানুষ সাড়া দিয়েছেন তাতে আপ্লুত উদ্যোক্তারা। উৎসব কমিটির প্রধান পৃষ্ঠপোষক গৌতম দেব বলেন, "আমরা খুশি যে দশদিনে প্রায় ১১ হাজার দর্শক এই ছবিগুলি দেখেছেন। মোট ১৭টি শোয়ের মধ্যে কয়েকটি দু'বার করে দেখানো হয়েছে। শেষদিনের একটি শো ১১০০ মানুষ দেখেছেন। সব শো হাউসফুল ছিল।"
অনির্বাণ রায়
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Drama, Siliguri News, Theatre festival