মূলত নবদ্বীপ পৌরসভা ও একটি বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে এই পরিষেবা চালু করা হল নবদ্বীপের গঙ্গার ঘাটে। এবং যার ফলে নবদ্বীপে আগত পর্যটক ও ভ্রমণ পিপাসু মানুষদের জন্য যোগ হল এক বাড়তি বিনোদন।
আরও পড়ুন: রাজ্যের এই দুই ছেলে কর্মরত মহাকাশ গবেষণায়! কাহিনি জানলে অবাক হবেন
বিকালের সন্ধ্যায় ফুরফুরে হাওয়া আর তার সঙ্গে গঙ্গাবক্ষে এই সুসজ্জিত লঞ্চ পরিষেবা, নবদ্বীপের পর্যটন শিল্পকে এক অন্য মাত্রায় নিয়ে যাবে বলে আশা করছেন উদ্যোক্তারা। নবদ্বীপে প্রতিদিন হাজার হাজার পর্যটক গঙ্গা দর্শন এবং পুণ্য স্নান করতে আসেন, এই পরিষেবা চালু হওয়ার ফলে তাদের অনেকটাই সুবিধা হবে বলে আশা করা যাচ্ছে ।
advertisement
বাবুঘাটের লঞ্চ পরিষেবা ব্যবস্থার মতোই নবদ্বীপে ও এই লঞ্চ পরিষেবা ব্যবস্থার একটি নির্দিষ্ট সময়সীমা রয়েছে। দিনে ২ বার এই লঞ্চ পরিষেবা দেওয়া হবে যাত্রীদের জন্য। সকাল ৮ টা থেকে ১ টা ও বিকেল ২ টো থেকে ৬ টা পর্যন্ত এই লঞ্চের পরিষেবা ব্যবস্থার সময়।
নবদ্বীপ ফাঁসিতলা গঙ্গার ঘাট থেকে চলবে এই লঞ্চ পরিষেবা । এবং টিকিটের মূল্য ধার্য করা হচ্ছে মাথাপিছু ২০০ টাকা করে। দুতল আকার বিশিষ্ট সুসজ্জিত এই লঞ্চ একসঙ্গে প্রায় শতাধিক লোক বহন করতে পারবে বলে জানা যায়।
সাড়ম্বরের সুসজ্জিত এই লঞ্চ পরিষেবা উদ্বোধন হল নবদ্বীপের পৌরসভার উদ্যোগে । লঞ্চ পরিষেবা ফিতে কেটে উদ্বোধন করেন নবদ্বীপের বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা। এছাড়াও এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা ও একাধিক নেতৃত্ববৃন্দরা। স্বাভাবিকভাবেই গঙ্গাবক্ষে ঘুরে বেড়ানোর সুসজ্জিত এই লঞ্চ উপহার পেয়ে খুশি গোটা নবদ্বীপবাসী।
মৈনাক দেবনাথ