এর জন্য পৌরসভার ২৪টি ওয়ার্ডেই প্রত্যেক বাড়িতে দেওয়া হয়েছিল সবুজ এবং নীল রঙের আলাদা দুটি বালতি তবে কোন বালতিতে কী রাখতে হবে সে ব্যাপারে সচেতন থাকলেও ব্যতিক্রমী ঘটনাও ঘটছিল মাঝেমধ্যেই সবচেয়ে বিপজ্জনক বিষয় হয়ে উঠছিল ভাঙা কাঁচের টুকরো স্যানিটারি ন্যাপকিন ব্লেড কিংবা এক্সপায়ারি হওয়া ঔষধ যদি এই বর্জের মধ্যে মিশে যায় তাহলে পরিত্যক্ত বর্জ্য থেকে অন্যান্য উৎপাদন ব্যাহত হতে পারে । তাই সেই বিষয়ে সচেতন করতে।
advertisement
আরও পড়ুন: “আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
আরও পড়ুন: খেয়ে ফেললেও কিছু হবে না, ক্ষতি হবে কোন দিক দিয়ে! দোলের আগে বাজারে এল অন্যরকম আবির
শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ জানান স্টেট আরবান ডেভেলপমেন্ট অথরিটির পক্ষ থেকে এই লাউড স্পিকার গুলি নির্মল সাথীদের জন্য দেওয়া হয়েছে পৌরসভায়। সেই মোতাবেক ২৪ টি ওয়ার্ডের নির্মল বন্ধুদের হাতে সেই লাউড স্পিকার তুলে দেওয়া হয়েছে সাধারণ মানুষকে সচেতন করার জন্য। এবার থেকে রাতেও চলবে শান্তিপুর শহর সাফাই অভিযান তার জন্য মোট ১০ টি অত্যাধুনিক গাড়ি কিনেছে পৌরসভা তাতে করে শহরকে এবং শান্তিপুর শহরের বিভিন্ন ওয়ার্ড পরিচ্ছন্ন রাখতে এবার আর অসুবিধা হবে না বলেও জানান শান্তিপুর পৌরসভার পৌরপতি।
Mainak Debnath





