TRENDING:

Nadia News: নাগরিকদের সচেতন করতে বড় উদ্যোগ শান্তিপুর পুরসভার! সাত সকালে ‌যা হচ্ছে ওয়ার্ডে ওয়ার্ডে

Last Updated:

শান্তিপুর শহরের প্রতিটা ওয়ার্ডে নির্মল সাথীর কর্মীরা লাউড স্পিকার এর মাধ্যমে জনসাধারণকে বর্জ পদার্থ সম্বন্ধে বিভিন্ন রকম সচেতনতার পরামর্শ দিচ্ছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শান্তিপুর: আরও সচেতন করতে শুরু হল শান্তিপুর পৌরসভার প্রতিটা ওয়ার্ড এ মাইকিং করে বর্জ পৃথকীকরণ করার প্রচার ও সংগ্রহ। সাধারণ নাগরিকদের আরও সচেতন করতে অভিনব উদ্যোগ নদিয়ার শান্তিপুর পৌরসভার। বাংলার দ্বিতীয় পৌরসভা হিসেবে পরিচিত এই শান্তিপুর পৌরসভা এবার গৃহস্থালী এবং অন্যান্য বর্জ পদার্থ পৃথকীকরণ এবং তা সংগ্রহ আগেই শুরু হয়েছিল।
advertisement

এর জন্য পৌরসভার ২৪টি ওয়ার্ডেই প্রত্যেক বাড়িতে দেওয়া হয়েছিল সবুজ এবং নীল রঙের আলাদা দুটি বালতি তবে কোন বালতিতে কী রাখতে হবে সে ব্যাপারে সচেতন থাকলেও ব্যতিক্রমী ঘটনাও ঘটছিল মাঝেমধ্যেই সবচেয়ে বিপজ্জনক বিষয় হয়ে উঠছিল ভাঙা কাঁচের টুকরো স্যানিটারি ন্যাপকিন ব্লেড কিংবা এক্সপায়ারি হওয়া ঔষধ যদি এই বর্জের মধ্যে মিশে যায় তাহলে পরিত্যক্ত বর্জ্য থেকে অন্যান্য উৎপাদন ব্যাহত হতে পারে । তাই সেই বিষয়ে সচেতন করতে।

advertisement

আরও পড়ুন: “আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”

আরও পড়ুন: খেয়ে ফেললেও কিছু হবে না, ক্ষতি হবে কোন দিক দিয়ে! দোলের আগে বাজারে এল অন্যরকম আবির

View More

শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ জানান স্টেট আরবান ডেভেলপমেন্ট অথরিটির পক্ষ থেকে এই লাউড স্পিকার গুলি নির্মল সাথীদের জন্য দেওয়া হয়েছে পৌরসভায়। সেই মোতাবেক ২৪ টি ওয়ার্ডের নির্মল বন্ধুদের হাতে সেই লাউড স্পিকার তুলে দেওয়া হয়েছে সাধারণ মানুষকে সচেতন করার জন্য। এবার থেকে রাতেও চলবে শান্তিপুর শহর সাফাই অভিযান তার জন্য মোট ১০ টি অত্যাধুনিক গাড়ি কিনেছে পৌরসভা তাতে করে শহরকে এবং শান্তিপুর শহরের বিভিন্ন ওয়ার্ড পরিচ্ছন্ন রাখতে এবার আর অসুবিধা হবে না বলেও জানান শান্তিপুর পৌরসভার পৌরপতি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যাত্রী সাথী অ‍্যাপের মাধ্যমেই বুক করা যাবে অ‍্যাম্বুলেন্স! নয়া পরিষেবা চালু দুর্গাপুরে
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: নাগরিকদের সচেতন করতে বড় উদ্যোগ শান্তিপুর পুরসভার! সাত সকালে ‌যা হচ্ছে ওয়ার্ডে ওয়ার্ডে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল