তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে একটি ব্যাগ উদ্ধার করে পুলিশ। ওই ব্যাগের ভিতরে আনুমানিক ৬০০ গ্রাম সাদা গুঁড়ো সদৃশ পদার্থ পাওয়া যায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া পদার্থটি মাদকজাত এবং স্থানীয়ভাবে ‘পাওয়ার’ নামে পরিচিত, যা হেরোইন ভেজাল দেওয়ার কাজে ব্যবহৃত হয়। আটক ব্যক্তিরা ওই পদার্থ রাখার বৈধ কোনও নথি বা অনুমতিপত্র দেখাতে পারেননি।
advertisement
পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা জানান, উদ্ধার হওয়া পদার্থটি হেরোইন প্রস্তুতকারকদের কাছে সরবরাহ করার উদ্দেশেই তারা নিয়ে যাচ্ছিলেন। নির্দিষ্ট আইনগত প্রক্রিয়া মেনে উদ্ধার করা ওই পদার্থ, তার নমুনা এবং অন্যান্য প্রাসঙ্গিক সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। এবং তার পাশাপাশি ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুনঃ ‘আমাকে নিয়মিত মেসেজ করত…’! কী কথা হত? সূর্যকুমারকে বিস্ফোরক দাবি লাস্যময়ী অভিনেত্রীর
এই ঘটনায় ড্রাগস অ্যান্ড কসমেটিকস অ্যাক্ট, ১৯৪০-এর ধারা ২৭(সি) এবং ভারতীয় ন্যায় সংহিতা (বি. এন. এস)-এর ধারা ২৭৬ অনুযায়ী মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কালীগঞ্জ থানার পুলিশ। তদন্তের স্বার্থে অভিযুক্তদের সঙ্গে যুক্ত আরও কারও ভূমিকা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।






