Nadia News: রাতের অন্ধকারে আকাশ থেকে নামল অজানা যন্ত্র, পুলিশ নয়,সপ্তম শ্রেণীর ছাত্রই করল রহস্যের উদঘাটন
- Reported by:Mainak Debnath
- local18
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
সাত সকালে অজানা যন্ত্র ঘিরে রীতিমতো চাঞ্চল্য গোটা এলাকায়। তবে মোবাইল শিশুদের হাতে নানান ক্ষতি করলেও এক্ষেত্রে রহস্যের উদঘাটন করল পাড়ার খুদেরাই
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: রাতের আকাশ থেকে ভোরের অন্ধকারে এলাকায় পড়ল অজানা যন্ত্র যা ঘিরে চাঞ্চল্য, এল পুলিশ খবর দেওয়া হল বিজ্ঞান কর্মীদের, তবে পাড়ার খুদেরাই গুগল ব্যবহার করে এলাকাবাসীকে আশ্বস্ত করল আবহাওয়া মাপার যন্ত্র। সারারাত হয়তো অন্ধকার আকাশে ঘুরেছে অবশেষে ভোরের দিকে শান্তিপুরে পড়ল অজানা এক যন্ত্র। যন্ত্রতে জ্বলছে আলো, পাশে প্যারাসুটের মত কিছু একটা। অজানা যন্ত্র ঘিরে ব্যাপক চাঞ্চল্য নদিয়ার শান্তিপুর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের মানিক নগর পাড়া এলাকায়।
এলাকাবাসীর দাবি এদিন সকালে তারা হঠাৎ রাস্তার উপরে দেখতে পায় এই অজানা যন্ত্র যাতে কী লাইট জ্বলছে সেটি পড়ে রয়েছে রাস্তার উপরে এবং পাশে প্যারাসুটের মতো কিছু একটা। তাদের মনে হচ্ছে হয়তো বা প্যারাসুটে করে এই অজানা যন্ত্র নামানো হয়েছে আর তাতেই তারা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে। যদিও ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ এসে ওই অজানা যন্ত্র উদ্ধার করে এবং তার সঙ্গে সঙ্গে এই যন্ত্রটি কি তা নিয়ে ইতিমধ্যে বিজ্ঞান মঞ্চের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে এলাকার মানুষ এবং পুলিশ প্রশাসন।
advertisement
সাত সকালে অজানা যন্ত্র ঘিরে রীতিমতো চাঞ্চল্য গোটা এলাকায়। তবে মোবাইল শিশুদের হাতে নানান ক্ষতি করলেও এক্ষেত্রে রহস্যের উদঘাটন করল পাড়ার খুদেরাই। গুগল লেন্স এবং নানান তথ্য ঘেঁটে তারাই দেখল এটা আবহাওয়া মাপার যন্ত্র যার ব্যবহারিক প্রয়োগ হয়তো মনিটারিং হয়ে গেছে। এটা বর্তমানে পরিত্যক্ত ছাড়া আর কিছু না। এবং এতে বিপদের সম্ভাবনা নেই।
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 31, 2026 3:39 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nadia News: রাতের অন্ধকারে আকাশ থেকে নামল অজানা যন্ত্র, পুলিশ নয়,সপ্তম শ্রেণীর ছাত্রই করল রহস্যের উদঘাটন









