এলাকাবাসীর দাবি এদিন সকালে তারা হঠাৎ রাস্তার উপরে দেখতে পায় এই অজানা যন্ত্র যাতে কী লাইট জ্বলছে সেটি পড়ে রয়েছে রাস্তার উপরে এবং পাশে প্যারাসুটের মতো কিছু একটা। তাদের মনে হচ্ছে হয়তো বা প্যারাসুটে করে এই অজানা যন্ত্র নামানো হয়েছে আর তাতেই তারা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে। যদিও ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ এসে ওই অজানা যন্ত্র উদ্ধার করে এবং তার সঙ্গে সঙ্গে এই যন্ত্রটি কি তা নিয়ে ইতিমধ্যে বিজ্ঞান মঞ্চের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে এলাকার মানুষ এবং পুলিশ প্রশাসন।
advertisement
সাত সকালে অজানা যন্ত্র ঘিরে রীতিমতো চাঞ্চল্য গোটা এলাকায়। তবে মোবাইল শিশুদের হাতে নানান ক্ষতি করলেও এক্ষেত্রে রহস্যের উদঘাটন করল পাড়ার খুদেরাই। গুগল লেন্স এবং নানান তথ্য ঘেঁটে তারাই দেখল এটা আবহাওয়া মাপার যন্ত্র যার ব্যবহারিক প্রয়োগ হয়তো মনিটারিং হয়ে গেছে। এটা বর্তমানে পরিত্যক্ত ছাড়া আর কিছু না। এবং এতে বিপদের সম্ভাবনা নেই।