Nadia News: স্বাধীনতার ৭৯ বছর পেরিয়েও মেলেনি ট্রেন, এবার করিমপুর-কৃষ্ণনগর রেললাইনের দাবিতে রাস্তায় সাধারণ মানুষ
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Nadia News: ভারত স্বাধীন হওয়ার প্রায় ৭৯ বছর পেরিয়ে গেলেও এখনও কৃষ্ণনগর-করিমপুর রেললাইন বাস্তবায়িত হয়নি।
advertisement
1/6

নদিয়া জেলায় কৃষ্ণনগর থেকে করিমপুর পর্যন্ত রেলপথ চালুর দাবিতে সহস্র কণ্ঠে গর্জে উঠলেন সাধারণ মানুষ। এদিন করিমপুর থেকে একটি বিশাল বাইক শোভাযাত্রার আয়োজন করা হয়। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
advertisement
2/6
এই র‍্যালি তেহট্ট পর্যন্ত গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিভিন্ন বয়সের মানুষ, যুবক-যুবতী থেকে শুরু করে প্রবীণ নাগরিকরাও।
advertisement
3/6
এই আন্দোলনের নেতৃত্ব দেয় অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ নদীয়া উত্তর জেলা কমিটি। তবে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এটি কোনও একটি সংগঠনের একক কর্মসূচি নয়, বরং সমস্ত রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের যৌথ আন্দোলন।
advertisement
4/6
আন্দোলনকারীদের বক্তব্য, এই কর্মসূচি নিজেদের স্বার্থে হলেও মূলত এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে নেওয়া হয়েছে। ভারত স্বাধীন হওয়ার প্রায় ৭৯ বছর পেরিয়ে গেলেও এখনও কৃষ্ণনগর-করিমপুর রেললাইন বাস্তবায়িত হয়নি।
advertisement
5/6
ফলে এই রুটের অন্তর্গত পাঁচটি বিধানসভার লক্ষ লক্ষ মানুষ আজও রেল পরিষেবা থেকে বঞ্চিত। পাশাপাশি মুর্শিদাবাদ জেলার ডোমকল, জলঙ্গি ও শিকারপুরের বিস্তীর্ণ এলাকার মানুষও যাতায়াতের জন্য মূলত কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কের ওপর নির্ভরশীল।
advertisement
6/6
স্থানীয় বাসিন্দাদের দাবি, রেল পরিষেবা চালু হলে যাতায়াতের সময় ও খরচ উভয়ই কমবে। পাশাপাশি সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমে বহু মানুষের প্রাণ রক্ষা পাবে। ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের সুযোগ বাড়বে, ফলে এলাকার অর্থনৈতিক উন্নয়নও ত্বরান্বিত হবে। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Nadia News: স্বাধীনতার ৭৯ বছর পেরিয়েও মেলেনি ট্রেন, এবার করিমপুর-কৃষ্ণনগর রেললাইনের দাবিতে রাস্তায় সাধারণ মানুষ