Nadia News: বৃন্দাবনের নিকটবর্তী গোবর্ধন অঞ্চলে অবস্থিত শ্যামকুন্ড ও রাধাকুন্ডে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায় সব সময়। দেশ-বিদেশ থেকে আগত অসংখ্য ভক্ত এই পবিত্র স্থানে স্নান ও পুজো করে আত্মিক শান্তি লাভের আশায় উপস্থিত হয়ে থাকেন। এই উপলক্ষে আবারও আলোচনায় এসেছে শ্যামকুন্ড ও রাধাকুন্ডের প্রাচীন ইতিহাস ও ধর্মীয় গুরুত্ব। তবে অনেকেই বৃন্দাবনের এই শ্যামকুন্ড ও রাধাকুন্ডে ইচ্ছে থাকলেও যেতে পারেন না তাদের জন্যই নবদ্বীপের সুদর্শন মন্দিরে সেই আদলে বৃন্দাবনের বানানো হল শ্যামকুন্ড রাধাকুন্ড।



