TRENDING:

Nadia News: এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গে জল ঢালতে ভোর থেকে ভক্তদের লাইন

Last Updated:

কৃষ্ণগঞ্জের শিবনিবাস মন্দির ঘিরে বহু লোককথা প্রচলিত। তবে এই মন্দিরে থাকা শিবলিঙ্গটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম। আর শিবরাত্রি উপলক্ষে শনিবার ভোর থেকেই সেখানে উপচে পড়ছে ভক্তদের ভিড়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: আজ মহা শিবরাত্রি। সারা দেশের শিব ভক্তরা আজকের দিনে মহাদেবের মাথায় জল ঢালেন, তাঁর পুজো করেন। নদিয়ার মাজদিয়ার কৃষ্ণগঞ্জ এলাকায় রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। শিবনিবাস মন্দির, যেটি তৈরি করেছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্র। সেখানেই অবস্থিত এই শিবলিঙ্গটি। জানা যায়, বর্গীদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি মাজদিয়ার শিবনিবাস অঞ্চলে আসেন একবার। তখনই তিনি এই মন্দিরটি বানান। এছাড়াও আরও অনেক কাহিনী আছে এই শিবনিবাস মন্দির ঘিরে। বর্তমানে এই মন্দিরের জনপ্রিয়তা ছড়িয়েছে গোটা বিশ্বে।
advertisement

আরও পড়ুন: বাংলাদেশ থেকে বিরল প্রজাতির পাখি পাচার হচ্ছিল ভারতে, রুখে দিল বিএস‌এফ

বহু দূর দূরান্ত থেকে ভক্তের ঢল আসেন এই শিবনিবাস মন্দিরে পুজো দিতে। বিশেষত শিবরাত্রি উপলক্ষে শিবনিবাস মন্দির প্রাঙ্গণে বসে একটি মেলা। করোনা মহামারীর কারণে গত দু'বছর সেই মেলা বসতে পারেনি। তবে এবারে বদলে গেছে চিত্রটা। প্রশাসনের নির্দেশে মেলা বসেছে শিবরাত্রির বেশ কয়েকদিন আগেই। আজকের দিনে বহু দূর দূরান্ত থেকে কেউ পায়ে হেঁটে, আবার কেউ গাড়িতে চড়ে শিবের মাথায় জল ঢালতে আসেন।

advertisement

শনিবার ভোর থেকে ভক্তদের লাইন পড়ে গিয়েছে মন্দির চত্বরে। পুজো দেওয়ার পাশাপাশি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গের মাথায় জল ঢালার জন্য আকুল ভক্তরা। স্থানীয় ব্যবসায়ীদের আশা, শিবরাত্রি উপলক্ষে শনি ও রবিবার বিপুল ভক্ত সমাগম হবে এই শিবনিবাস মন্দিরে।

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

মৈনাক দেবনাথ

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গে জল ঢালতে ভোর থেকে ভক্তদের লাইন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল