Nadia News: বাংলাদেশ থেকে বিরল প্রজাতির পাখি পাচার হচ্ছিল ভারতে, রুখে দিল বিএস‌এফ

Last Updated:

বাংলাদেশ থেকে ভারতে আটটি বিরল প্রজাতির পাখি পাচারের চেষ্টা রুখে দিল বিএসএফ। তাদের তাড়া খেয়ে পাচারকারিরা পালিয়ে যায়

নদিয়া: পাচারের জন্য নিয়ে আসা আটটি বিরল প্রজাতির পাখি উদ্ধার করল বিএসএফ। সূত্রের খবর, বেতাই সীমান্ত দিয়ে চোরাকারবারিরা বাংলাদেশ থেকে ওই বিরল পাখিদের ভারতে আনার চেষ্টা করছিল। সেই সময় বিষয়টি বিএসএফের ৮৪ নম্বর ব্যাটালিয়নের জ‌ওয়ানদের চোখে পড়ে যায়। তাঁরা তৎপর হতেই চোরাচালান কারবারিরা পাখিগুলি সীমান্তে ফেলে রেখে চম্পট দেয়।
সূত্রের খবর, জওয়ানরা দেখে যে বাংলাদেশ থেকে কিছু চোরাকারবারি কাঠের বাক্স নিয়ে ভারতীয় সীমান্তে ঢোকার চেষ্টা করছে। জওয়ানরা তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা ভয় পেয়ে যায় এবং সঙ্গে আনা সামগ্রী সেখানেই ফেলে রেখে অন্ধকার ও ঝোপঝাড়ের সাহায্যে নিয়ে বাংলাদেশের দিকে পালিয়ে যায়। পরে তাল্লাশি করার সময় একটি কাঠের বাক্সের ভেতর থেকে বিরল প্রজাতির আটটি পাখি উদ্ধার হয়। যার মধ্যে তিনটি পাখি মৃত অবস্থায় পাওয়া যায়।
advertisement
advertisement
উল্লেখ্য, নদিয়া জেলার বেশ কিছু এলাকা বাংলাদেশ সীমান্তের কাঁটাতার ভাগ করে নিয়েছে। ফলে এই জেলার বিভিন্ন অংশে চোরাচালান কারবারিদের উৎপাত যথেষ্ট পরিমাণে বেশি। তবে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর যৌথ উদ্যোগে বেশিরভাগ সময়ই এই সমস্ত পাচারকারি, চোরাচালান কারবারিরা ধরা পড়ে যায়। বিরল প্রজাতির পাখি উদ্ধারের ক্ষেত্রেও সেই ঘটনা ঘটলো। উদ্ধার হ‌ওয়া পাখিগুলির আনুমানিক মূল্য প্রায় লক্ষাধিক টাকা বলে জানা গিয়েছে।
advertisement
মৈনাক দেবনাথ
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: বাংলাদেশ থেকে বিরল প্রজাতির পাখি পাচার হচ্ছিল ভারতে, রুখে দিল বিএস‌এফ
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement