South 24 Parganas News: বারুইপুরে দুটি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার এক দুষ্কৃতী
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
গভীর রাতে হঠাৎই পুলিশের টহলদারি ভ্যানের নজরে পড়ে একজন সন্দেহজনকভাবে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। তাকে ধাওয়া করে ধরে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে দুটি আগ্নেয়াস্ত্র
দক্ষিণ ২৪ পরগনা: বারুইপুরে ২ টি আগ্নেয়াস্ত্র সহ ধৃত এক দুষ্কৃতী। রাতের অন্ধকারে মল্লিকপুর এলাকায় সন্দেহজনকভাবে তাকে ঘোরাঘুরি করতে দেখে টহলরত পুলিশ। এরপরই তল্লাশি চালিয়ে তার থেকে উদ্ধার হয় দুটি আগ্নেয়াস্ত্র। আর তারপরই পুলিশ গ্রেফতার করে ইস্তাক আহমেদ ওরফে ভিকিকে।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত সাড়ে বারোটা নাগাদ বারুইপুর থানার অন্তর্গত মল্লিকপুর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল ভিকি। সেই সময় ওই এলাকা দিয়ে যাচ্ছিল একটি টহলদারি পুলিশের ভ্যান। তারাই ভিকিকে তল্লাশি করে দু'টি আগ্নেয়াস্ত্র ও দু'রাউন্ড কার্তুজ পায়। এরপরই ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ।
advertisement
advertisement
ধৃতের নাম ইস্তাক আহমেদ ওরফে ভিকি। ধৃতকে শনিবার বারুইপুরে পুলিশ সুপারের দফতরে নিয়ে আসা হয়। সেখানে এক সাংবাদিক সম্মেলনে বারুইপুর পুলিশ জেলার সুপার পুষ্পা বলেন, ইস্তাক আহমেদের নামে এর আগেও অভিযোগ ছিল। কিন্তু কেন সে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল বা কোথা থেকে সেই আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল তা জানার জন্য তদন্ত করে দেখা হচ্ছে। ধৃতকে শনিবারই বারুইপুর আদালতে তোলে পুলিশ। এদিকে পঞ্চায়েত ভোটের আগে জেলা থেকে একের পর এক আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চিন্তা বেড়েছে পুলিশের।
advertisement
অর্পণ মণ্ডল
Location :
Kolkata,West Bengal
First Published :
February 18, 2023 3:28 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: বারুইপুরে দুটি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার এক দুষ্কৃতী