সেই কারণেই তন্তুবাই সমিতি লিমিটেডের অধীনস্থ উৎকর্ষ বাংলার উদ্বোধন করা হয়। এবার থেকে এখানেই তৈরি করা হবে হাতে বোনা বিভিন্ন ধরনের নকশা ও কারুকার্য জড়িত ওড়না শাড়ি এবং পর্দা। এতে যেমন জেলার ঐতিহ্য বজায় থাকবে ঠিক তেমনই কর্মসংস্থান বাড়বে একাধিক নারী ও পুরুষের বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা। পাওয়ার লুমকে টেক্কা দিতেই এই প্রচেষ্টা করা হল নবদ্বীপে।
advertisement
আরও পড়ুনঃ হাড়-হিম কাণ্ড নদিয়ায়! স্ত্রী'র প্রেমিককে বাড়িতে ডেকে দেহ ও মুন্ডু আলাদা করে খুন!
তারা জানাচ্ছেন পাওয়ারলুমের থেকেও অত্যাধুনিক ডিজাইন তৈরি করবেন তারা এবং দেবেন পাওয়ারলুমের থেকে কম দামেও। এছাড়াও জানা যায় প্রাথমিকভাবে এই কেন্দ্রে পুরুষ মহিলা সহ ৬০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। ৩০ জন করে দুটি ব্যাচে প্রশিক্ষণ দেওয়া হবে।
আরও পড়ুনঃ দশভূজার উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির নদিয়ায়
প্রথমবার সকাল ন'টা থেকে দুপুর একটা এবং দ্বিতীয় ব্যাচ দুপুরে একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে। প্রশিক্ষণ চলাকালীন প্রত্যেক জন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রতিদিন ১০০ টাকা করে পাবেন এবং তিন মাস পর প্রশিক্ষণ শেষ হলে সরকারি ভাবে তাদেরকে শংসাপত্র প্রদান করা হবে বলে জানান উৎকর্ষ বাংলা কেন্দ্রের উদ্যোক্তারা।
Mainak Debnath