TRENDING:

Nadia: শাড়ি ও ওড়নার ডিজাইন তৈরির প্রশিক্ষণ কেন্দ্র চালু হল নবদ্বীপে

Last Updated:

নবদ্বীপ পৌরসভার মনিপুর ঘাট রোড এলাকায় আদর্শ তন্তুবায় সমিতি লিমিটেডের অধীনস্থ উৎকর্ষ বাংলা কেন্দ্রের উদ্বোধন হয়। উদ্বোধন করতে আসেন নবদ্বীপের বিধায়ক কুন্ডরীকাক্ষ সাহা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নদিয়া : নবদ্বীপ পৌরসভার মনিপুর ঘাট রোড এলাকায় আদর্শ তন্তুবায় সমিতি লিমিটেডের অধীনস্থ উৎকর্ষ বাংলা কেন্দ্রের উদ্বোধন হয়। উদ্বোধন করতে আসেন নবদ্বীপের বিধায়ক কুন্ডরীকাক্ষ সাহা। এই কেন্দ্র থেকে আগামী দিনে তাঁতের শাড়ি ও ওড়নার উপর বিভিন্ন ধরনের আধুনিক মানের ডিজাইন তৈরি করা হবে যা রীতিমতো পাওয়ারলুমকে টেক্কা দিতে পারবে বলে এই দিন দাবি করেন উৎকর্ষ বাংলা কেন্দ্রের উদ্যোক্তারা। বর্তমানে ওড়না, পর্দা এছাড়াও শাড়ির বিভিন্ন রকম ডিজাইনের চাহিদা রয়েছে ব্যাপক হারে। এগুলি মূলত তৈরি হয় পাওয়ারলুমে। পাওয়ার লুমের চক্করে নদীয়ার ঐতিহ্যবাহী হ্যান্ডলুম তাঁত ধীরে ধীরে উঠে যাওয়ার মুখে।
advertisement

সেই কারণেই তন্তুবাই সমিতি লিমিটেডের অধীনস্থ উৎকর্ষ বাংলার উদ্বোধন করা হয়। এবার থেকে এখানেই তৈরি করা হবে হাতে বোনা বিভিন্ন ধরনের নকশা ও কারুকার্য জড়িত ওড়না শাড়ি এবং পর্দা। এতে যেমন জেলার ঐতিহ্য বজায় থাকবে ঠিক তেমনই কর্মসংস্থান বাড়বে একাধিক নারী ও পুরুষের বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা। পাওয়ার লুমকে টেক্কা দিতেই এই প্রচেষ্টা করা হল নবদ্বীপে।

advertisement

আরও পড়ুনঃ হাড়-হিম কাণ্ড নদিয়ায়! স্ত্রী'র প্রেমিককে বাড়িতে ডেকে দেহ ও মুন্ডু আলাদা করে খুন!

তারা জানাচ্ছেন পাওয়ারলুমের থেকেও অত্যাধুনিক ডিজাইন তৈরি করবেন তারা এবং দেবেন পাওয়ারলুমের থেকে কম দামেও। এছাড়াও জানা যায় প্রাথমিকভাবে এই কেন্দ্রে পুরুষ মহিলা সহ ৬০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। ৩০ জন করে দুটি ব্যাচে প্রশিক্ষণ দেওয়া হবে।

advertisement

View More

আরও পড়ুনঃ দশভূজার উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির নদিয়ায়

প্রথমবার সকাল ন'টা থেকে দুপুর একটা এবং দ্বিতীয় ব্যাচ দুপুরে একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে। প্রশিক্ষণ চলাকালীন প্রত্যেক জন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রতিদিন ১০০ টাকা করে পাবেন এবং তিন মাস পর প্রশিক্ষণ শেষ হলে সরকারি ভাবে তাদেরকে শংসাপত্র প্রদান করা হবে বলে জানান উৎকর্ষ বাংলা কেন্দ্রের উদ্যোক্তারা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia: শাড়ি ও ওড়নার ডিজাইন তৈরির প্রশিক্ষণ কেন্দ্র চালু হল নবদ্বীপে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল