রানাঘাট হাসপাতাল সুপার জানান, যেখানে একজন সুস্থ স্বাভাবিক মহিলার ৪০ সপ্তাহ পরে প্রসব হওয়া উচিত সেখানে ওই অন্তঃসত্ত্বা মহিলার ২৯ সপ্তাহে প্রসব হয়। এবং তিনি ৮০০ গ্রাম ওজনের একটি বাচ্চা প্রসব করেন। এরপরেই যথারীতি রানাঘাট মহাকুমা হাসপাতালে চিকিৎসকেরা ওই বাচ্চাটিকে এসএনসিউতে রাখেন। প্রায় দুমাস ধরে বাচ্চাটি ওখানে ভর্তি থাকে। চিকিৎসকদের দিনরাত নিরন্তর চেষ্টার ফলে বাচ্চাটি বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছে বলেই হাসপাতাল সূত্রে খবর। বর্তমানে বাচ্চাটির ওজন হয়েছে প্রায় দেড় কেজি বলেও জানা যায়।
advertisement
আরও পড়ুন : ভাগীরথীর মাঝখানেই ছিল বিশাল নবাব সিরাজের হীরাঝিল বা মনসুরগঞ্জ প্রাসাদ
রানাঘাট হাসপাতাল সুপার জানান বাচ্চাটিকে সুস্থ ও স্বাভাবিকভাবে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে পেরে আমরা খুবই খুশি। বর্তমানে বাচ্চা এবং মা দুজনই শারীরিক দিক থেকে সুস্থ আছে বলে জানা গেছে। এর আগেও একাধিক বিরল অস্ত্রোপচার সফল হয়েছে রানাঘাট মহকুমা হাসপাতালে। সেই কারণে রানাঘাট মহাকুমা হাসপাতালে একের পর এক বিরল চিকিৎসায় সফল হওয়ার ফলে খুশি গোটা রানাঘাটবাসী।