ঠিক সেই মতো রানাঘাট এক নম্বর ব্লকের বিডিও সঞ্জীব সরকার সাইকেল নিয়ে নিজের কার্যালয় থেকে বেরিয়ে পড়লেন সাধারণ মানুষের সাথে জনসংযোগ বাড়াতে। রাস্তা দিয়ে চলেছেন বিডিও, সরকারি গাড়ি ছেড়ে চালাচ্ছেন সাধারণ একটি সাইকেল। রাস্তার পাশে অগণিত মানুষের বিডিও র এমন কর্মসূচি দেখে হতবাক। বিডিওর কর্মসূচিতে সকলেই প্রশংসা করেন। পঞ্চায়েতের বিভিন্ন বাড়িতে তিনি যান এবং পরিবারের প্রত্যেকটি লোকের সঙ্গে তিনি কথা বলেন। তাদের কাছ থেকে শুনেন সমস্ত রকম সুবিধা এবং অসুবিধার কথা।
advertisement
আরও পড়ুনঃ চিটফান্ড আমানতকারীদের অর্থ অবিলম্বে ফেরতের দাবিতে বিক্ষোভ কৃষ্ণনগরে
বিভিন্ন রকম সরকারি প্রকল্প যেমন স্বাস্থ্য সাথী সবুজ সাথী কন্যাশ্রী ইত্যাদি প্রত্যেক বাড়িতে ঠিকমতো পেয়েছেন কিনা সেগুলি জানার চেষ্টা করেন তিনি। এলাকাবাসীদের থেকে সুবিধা অসুবিধার কথা জেনে নিয়ে তিনি প্রয়োজন মত পদক্ষেপ গ্রহণ করবেন বলেও জানান। এছাড়াও তিনি জানান এরপর থেকে মাঝেমধ্যেই তিনি সাইকেল নিয়ে অতর্কিত চলে যাবেন এলাকাবাসীদের সুবিধা অসুবিধার কথা শুনতে। তারই উদ্যোগের ফলে অনুপ্রাণিত হচ্ছেন সকলেই। সাধারণ মানুষের দাবি প্রশাসনিক আধিকারিকেরা এভাবে যদি সাধারন মানুষের সাথে জনসংযোগ করেন তাহলে খুব সহজেই একাধিক সমস্যার সমাধান হয়ে যাবে।
Mainak Debnath





