Nadia News: চিটফান্ড আমানতকারীদের অর্থ অবিলম্বে ফেরতের দাবিতে বিক্ষোভ কৃষ্ণনগরে

Last Updated:

সমস্ত চিটফান্ড আমানতকারীদের অর্থ অবিলম্বে ফেরতের দাবি সহ অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ছাড়াও মোট ছয় দফা দাবীতে শুক্রবার দুপুরে পথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন অল বেঙ্গল চিট ফান্ড সাফারার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা।

+
title=

#নদিয়া : সমস্ত চিটফান্ড আমানতকারীদের অর্থ অবিলম্বে ফেরতের দাবি সহ অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ছাড়াও মোট ছয় দফা দাবীতে শুক্রবার দুপুরে পথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন অল বেঙ্গল চিট ফান্ড সাফারার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা। এই দিন দুপুরে নদিয়ার কৃষ্ণনগরে এক পথসভায় অংশগ্রহণ করেন বিক্ষোভকারীরা। এরপর শহরের প্রাণকেন্দ্র সদর হাসপাতাল মোড়ে বারোটা থেকে একটা এক ঘন্টা পথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তাঁরা। বিগত লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন নির্বাচনী জনসভায় সাধারণ চিটফান্ড আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন দেশের বিভিন্ন রাজনৈতিক নেতারা।
পাশাপাশি তৎকালীন সময়ে রাজ্যের পক্ষ থেকে শ্যামল সেন কমিশন গঠন করা হয়েছিল আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য। এরপর চার বছর কেটে গেল আজও পর্যন্ত কোন আমানতকারী তাদের টাকা ফেরত পাননি। মূলত তারই পরিপ্রেক্ষিতে সাধারণ চিটফান্ড আমানতকারীদের টাকা অবিলম্বে ফেরত দেওয়ার পাশাপাশি এজেন্টদের সুরক্ষার দাবি তুলে এই দিন সারা রাজ্যের পাশাপাশি নদীয়ার কৃষ্ণনগরেও বিক্ষোভ কর্মসূচি পালন করেন অল বেঙ্গল চিট ফান্ড সাফারার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা।
advertisement
আরও পড়ুনঃ মাথার ওপর তাঁতঘর ভেঙ্গে আশঙ্কাজনক অবস্থায় দুই তাঁতি!
পথ অবরোধ ছাড়াও এই দিন জাতীয় সড়ক ও রেল অবরোধ করে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করবেন বলে জানান বিক্ষোভকারীরা। প্রসঙ্গত, চিট ফান্ড কেলেঙ্কারি নিয়ে একাধিকবার সরব হয়েছেন বহু প্রচারিত মানুষ। চিটফান্ড আমানত কারীদের টাকা তছরুপের অভিযোগ উঠেছে বেশ কয়েকবার। সেই চিটফান্ডের টাকা পাওয়ার দাবিতেই বিক্ষোভ কর্মসূচি প্রদর্শন নদিয়ার কৃষ্ণনগরে।
advertisement
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: চিটফান্ড আমানতকারীদের অর্থ অবিলম্বে ফেরতের দাবিতে বিক্ষোভ কৃষ্ণনগরে
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement