বাংলাদেশের মাগুরাবাসী সাগর সর্দার এবং ফরিদপুরবাসী আব্দুল মোল্লা নামে দুই অনুপ্রবেশকারী ব্যক্তিকে গ্রেফতার করে ধানতলা থানার পুলিশ। এর পাশাপাশি তাদের আশ্রয় দেওয়ার অপরাধে অভিযুক্ত সুজন মণ্ডলকেও গ্রেফতার করা হয় বলে জানা যায়। সুজনের বাড়ি ধানতলা থানার অন্তর্গত মাঠ নারায়ণপুর এলাকায়।
আরও পড়ুন:পাথর বোঝাই লরির ধাক্কা বাড়িতে! আহত কন্টেনার চালক
advertisement
আরও পড়ুন: মর্মান্তিক! ৫০০ টাকার জন্য বন্ধুর সঙ্গে সেই নৃশংস কাজ, হাড়হিম ঘটনা নানুরে
ওই দুই বাংলাদেশি কবে এবং কী উদ্দেশ্যে ভারতবর্ষে প্রবেশ করে এবং কেনই বা সুজন ওই দুই বাংলাদেশিকে তার বাড়িতে আশ্রয় দেয়, তার তদন্ত শুরু করেছে ধানতলা থানার পুলিশ। ধৃতদের শনিবার রানাঘাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন। স্বাভাবিকভাবে এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় ওই এলাকায়। কেন ওই দুই বাংলাদেশি ভারতবর্ষে প্রবেশ করে এবং তারা কোনও রকম অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত রয়েছে কিনা তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ধানতলা থানার পুলিশ।
উল্লেখ্য, নদিয়া জেলা পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের সঙ্গে কাঁটাতারের সীমান্ত ভাগ করে নিয়েছে। সীমান্তবর্তী এলাকা দিয়ে একাধিক অনুপ্রবেশকারী এবং অবৈধভাবে বিভিন্ন সামগ্রী পাচারের অভিযোগ উঠে আসে অনেক সময়। যদিও সীমান্তরক্ষা বাহিনীর কড়া নিরাপত্তার কারণে অনেকাংশেই সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন অপরাধ মূলক কাজকর্ম দমন করা গিয়েছে।
Mainak Debnath






