West Burdwan News : পাথর বোঝাই লরির ধাক্কা বাড়িতে! আহত কন্টেনার চালক

Last Updated:

গভীর রাতে পাথর বোঝাই কন্টেনার গার্ডওয়াল ভেঙ্গে সোজা ঢুকে যায় এক বাড়িতে

+
title=

কাঁকসা : গভীর রাতে পাথর বোঝাই কন্টেনার গার্ডওয়াল ভেঙ্গে সোজা ঢুকে যায় এক বাড়িতে।  হঠাৎ বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির সদস্যরা। বিকট শব্দে যেন গোটা বাড়ি কেঁপে উঠল। প্রথমটাই ভেবেছিলেন ভূমিকম্প হয়েছে। তারপর পরিমড়ি করে বাইরে বেরোতেই  দেখেন বিশাল দুর্ঘটনা। একটি পাথর বোঝাই কন্টেনার গার্ডওয়াল ভেঙ্গে সোজা ঢুকে গিয়েছে বাড়িতে।
দুর্ঘটনার জেরে আঘাত প্রাপ্ত হয়েছেন কন্টেনারের চালক। অন্যদিকে এই দুর্ঘটনার সম্মুখীন হয়ে  ভয়ে, আতঙ্কে রীতিমতো বাকরুদ্ধ হয়ে যান  পরিবারের সকলে।  বিকট শব্দ শুনে ছুটে আসেন আশপাশের লোকজনও।
advertisement
দুর্ঘটনাটি হয়েছে কাঁকসা থানা এলাকার পিয়ারীগঞ্জে এলাকায়। যে বাড়িতে দুর্ঘটনাটি হয়েছে, সেই বাড়ির ৫ সদস্য ঘুমিয়ে ছিলেন। জানা গিয়েছে, পাথর বোঝাই কন্টেনারটি ইলামবাজারের দিক থেকে পানাগড়ের দিকে যাচ্ছিল। সে সময়ে কোনওভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দুর্ঘটনার মুখে পড়ে ট্রাকটি।
advertisement
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় ওই কন্টেনার চালককে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। অন্যদিকে এদিন সকালে কন্টেইনার থেকে সমস্ত পাথর খালি করে, তারপর কন্টেইনারটিকে সরানো সম্ভব হয়েছে। তবে এখনও কী কারনে এই দুর্ঘটনা হয়েছে, তার সঠিক কারণ জানা যায়নি। তবে  চালকের নিয়ন্ত্রণ হারানোর ফলে এই দুর্ঘটনাটি হয়েছে বলে অনুমান করছে পুলিশ।
advertisement
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Burdwan News : পাথর বোঝাই লরির ধাক্কা বাড়িতে! আহত কন্টেনার চালক
Next Article
advertisement
১ কোটি টাকার মহারানি গাউন ! ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল সোনা, রুপো এবং মূল্যবান পাথরখচিত জয়পুরের এক মাস্টারপিস
১ কোটি টাকার মহারানি গাউন ! ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল জয়পুরের এক মাস্টারপিস
  • ১ কোটি টাকার মহারানি গাউন !

  • ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল সোনা, রুপো এবং মূল্যবান পাথরখচিত

  • জয়পুরের এক মাস্টারপিস

VIEW MORE
advertisement
advertisement