গতকাল রাতে ওই মেলাতেই গ্যাস বেলুন বিক্রি করছিল ওই বিক্রেতা। ঠিক তখনই আচমকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে ই মৃত্যু হয় ওই বেলুন বিক্রেতার। আশে পাশে থাকা সাত জন ওই বিস্ফোরণের ফলে গুরুতর জখম হয়। তাদের মধ্যে দুটি শিশু রয়েছে। এই বিস্ফোরণের ফলে কারো বাঁদিকের পা উড়ে গেছে, কারো হাত উড়ে গেছে। রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি তাদেরকে প্রাথমিকভাবে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি দেখে চিকিৎসকরা তাদের শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করে।
advertisement
আরও পড়ুনঃ কৃষ্ণনগরের ঐতিহ্য সাং প্রথায় প্রতিমা নিরঞ্জন জলঙ্গি নদীতে
খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ। তিনি ঘটনার দুঃখ প্রকাশ করে বলেন দিন কয়েক বাদেই শান্তিপুরে রাস উৎসব রয়েছে। যাতে ওই মেলাতে ওই ধরনের বিস্ফোরক মূলক গ্যাস ব্যবহার না করা হয় তার জন্য প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন তিনি। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক নেমে এসেছে গোটা শান্তিপুর এলাকায়। তবে ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ গিয়ে কি কারণে এই ধরনের বিস্ফোরণ ঘটল তার তদন্ত শুরু করেছে। পাশাপাশি মৃত এবং জখম ব্যক্তিদের নাম ও পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
Mainak Debnath