সুদীপবাবু মাথা ধরে বসে পড়লে এরপর ভাঙ্গা কাঁচের বোতল দিয়ে লাগাতার শরীরে কোপাতে থাকে অভিযুক্ত অরবিন্দু দে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে সুধীর বাবু। এরপরেই সুধীর বাবুর বাড়ির সদস্যেরা দেখতে পায় এবং চেঁচামেচি শুরু করলে অভিযুক্ত অরবিন্দ দে পালিয়ে যায় ঘটনাস্থল ছেড়ে। সুধির বাবুর দাদা সমীর আর্য এর পরেই গুরুতর জখম অবস্থায় তাকে ভর্তি করে রানাঘাট মহাকুমা হাসপাতালে।
advertisement
আরও পড়ুনঃ জুয়ার আসরে হানা দিয়ে একাধিক জুয়াড়িকে গ্রেফতার করল পুলিশ
প্রায় ৫০ টি সেলাই পড়ে জখম সুধীরবাবুর সারা শরীরে। বর্তমানে রানাঘাট মহাকুমা হাসপাতালে তিনি চিকিৎসাধীন। এর পরেই অভিযুক্তের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয় রানাঘাট থানায়। লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ আটক করে অভিযুক্ত অরবিন্দ দে কে। মঙ্গলবার অভিযুক্তকে রানাঘাট মহাকুমা আদালতে তোলা হয় বলে প্রশাসনিক সূত্রে খবর।
Mainak Debnath