আরও পড়ুন: চড়া রোদে নাজেহাল অবস্থা, তাতেই স্বস্তি খুঁজছে পোটো-পাড়া
গত ২৩ ও ২৪ সেপ্টেম্বর রামনগর চর পুরাতন পাড়া ঝুমুরিয়া লোকসংগীত গবেষণা কেন্দ্রের সদস্যদের পরিচালনায় গোটা নদিয়া জেলাব্যাপী দলগত পাতানাচ, ঝুমুর নাচ, করমগীত ও তাৎক্ষণিক বক্তৃতার আয়োজন করা হয়। এরপর করম ডাল সংগ্রহের উদ্দেশ্যে শান্তিপুরের বিভিন্ন এলাকার দুই শতাধিক আদিবাসী সম্প্রদায়ের মানুষ এক বর্ণাঢ্য শোভাযাত্রা করে পরিক্রমা করেন গোটা শান্তিপুর।
advertisement
এই আয়োজন উপলক্ষে শান্তিনিকেতন থেকে এসেছিলেন প্রখ্যাত বাউল শিল্পী অরিজিৎ দাস। শান্তিপুর সুপ্রসিদ্ধ নাট্য সংস্থা উড়ানের পক্ষ থেকে ‘ডেঙ্গু কিসসা’ নামে একটি পথ নাটক মঞ্চস্থ হয়। সেখানে ছৌ নাচ দেখে আপ্লুত হন সকলে। তবে শুধুমাত্র প্রদর্শন করতেই নয়, মূলত বাঁকুড়ার সঙ্গে নদিয়ার আদিবাসীদের মেলবন্ধন এবং শিল্প-সংস্কৃতির বিনিময়ের উদ্দেশ্যও ছিল এমন আয়োজনের। আদিবাসী সম্প্রদায়ের নিজস্বতা বজায় রাখতে দীর্ঘদিন তাঁদের নিয়ে কাজ করা সংস্থা দিশারী তত্ত্বাবধানে একটি প্রশিক্ষণ শিবিরেরও আয়োজন হয়েছিল।
মৈনাক দেবনাথ