South 24 Parganas News: চড়া রোদে নাজেহাল অবস্থা, তাতেই স্বস্তি খুঁজছে পোটো-পাড়া
- Reported by:SUMAN SAHA
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
টানা বৃষ্টির শেষে রোদ উঠতেই গরমে নাজেহাল সাধারণ মানুষ। কিন্তু এর ফলে স্বস্তি পেয়েছেন প্রতিমা শিল্পীরা
দক্ষিণ ২৪ পরগনা: টানা বৃষ্টি থেমে রোদ উঠতেই আবার গরমে হাঁসফাঁস করছে দক্ষিণবঙ্গের মানুষ। আর সবাই যখন এই হঠাৎ গরমে নাজেহাল ঠিক সেই সময় চওড়া হাসি ফুটেছে পোটো পাড়ার মানুষ গুলোর মুখে। সেখানকার প্রতিমা শিল্পীরা মনে করছেন, যাক কটা দিন এইরম চড়া রোদ থাকলে সময়ে ঠাকুর মণ্ডপে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আর কোনও সমস্যা হবে না। তাই যাবতীয় ভাবনা ঝেড়ে ফেলে এখন প্রতিমা রং করায় মন দিয়েছেন তাঁরা।
হাতেগোনা আর কয়েকটা দিন বাকি, তারপরই দুর্গাপুজোয় মেতে উঠবে বাঙালি। কিন্তু টানা বৃষ্টি হতে থাকায় চিন্তায় পড়ে গিয়েছিলেন প্রতিমা শিল্পীরা। দুর্গা, গণেশ, লক্ষ্মী, সরস্বতী কেউই রোদের অভাবে সময়ে শুকায়নি। ফলে কীভাবে প্রতিমা ডেলিভারি করবেন তা নিয়েই চিন্তিত ছিলেন শিল্পীরা। তবে আকাশে আবার নতুন করে রোদের ঝলক দেখা দিয়েছে। আর তাতেই চিন্তা দূর হয়েছে শিল্পীদের মনে।
advertisement
advertisement
গত কদিনের টানা বৃষ্টিতে মুষড়ে পড়েছিলেন জয়নগর থানা এলাকার গড়েরহাট পোটো পাড়ার প্রতিমা শিল্পীরা। তবে বৃষ্টি থেমে রোদ উঠতেই তাঁরা আবার চনমনে হয়ে উঠেছেন। বেশিরভাগ বড় পুজোর উদ্বোধন হয়ে যাবে মহালয়ায়। এবারে জেলাজুড়ে থিমের ছড়াছড়ি। সব মিলিয়ে বৃষ্টি থেমে রোদ ওঠায় প্রতিমা শিল্পীদের পাশাপাশি মণ্ডপ তৈরির কারিগরদেরও কাজের সুবিধা হয়েছে। হাসি ফুটেছে দুর্গাপুজোর উদ্যোক্তাদের মুখেও।
advertisement
সুমন সাহা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Sep 28, 2023 2:24 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: চড়া রোদে নাজেহাল অবস্থা, তাতেই স্বস্তি খুঁজছে পোটো-পাড়া






