Hooghly News: রাস্তা দখল করে দেদার ব্যবসা, অভিযোগ পেয়েই উপ-পুরপ্রধান যা করলেন...
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUVOJIT GHOSH
Last Updated:
দিন দিন রাস্তা দখল করে ব্যবসা করার প্রবণতা বাড়ছিল। অভিযোগ পেয়েই পথে নামলেন আরামবাগের উপ-পুরপ্রধান
হুগলি: দিন দিন বেড়ে চলেছে রাস্তা দখল করে ব্যবসা। ফলে চরম সমস্যায় পড়ছেন পথচারী থেকে শুরু করে স্থানীয় মানুষজন। বারবার শহরবাসী পুরসভাকে বিষয়টি নিয়ে অভিযোগ জানিয়েছে। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। তবে এবার রাস্তায় নেমে ফুটপাত দখল করে ব্যবসা করা নিয়ে ব্যবসায়ীদের সচেতন করলেন আরামবাগের উপ-পুরপ্রধান মমতা মুখার্জি।
উল্লেখ্য, আরামবাগ শহরের পি সি সেন রোডের দু’দিকে অসংখ্য ব্যবসায়ী রাস্তার উপর নিজেদের মালপত্র রেখে কেনাবেচা করেন। দিন দিন সেই প্রবণতা আরও বেড়ে চলেছে। ফলে চারচাকা গাড়ি, বাইক সহ পথচারীরা প্রত্যেকেই চলাফেরা করতে গিয়ে ব্যাপক সমস্যার মধ্যে পড়ছেন। নিত্যদিন এই রাস্তায় সমস্যা লেগেই থাকে। বিষয়টি নিয়ে উপ-পুরপ্রধান কথা স্থানীয় কাউন্সিলর মমতা মুখার্জির কাছে অভিযোগ জানান এলাকাবাসী। অভিযোগ পাওয়ার পরই এদিন অন্যান্য কর্মীদের নিয়ে সবজি বাজার সংলগ্ন এলাকায় প্রত্যেক ব্যবসায়ীকে সচেতন করেন তিনি।
advertisement
advertisement
এই বিষয়ে উপ-পুরপ্রধান মমতা মুখার্জি জানান, শহরের ব্যস্ততম রাস্তা পুরাতন সবজি বাজার। নিত্যদিন এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করেন বহু মানুষ। কিন্তু সবজি ব্যবসায়ীরা এখানে রাস্তার উপর মালপত্র রেখে ব্যবসা করায় যাতায়াতের সমস্যা ক্রমশ বাড়ছিল। এই নিয়ে আমার কাছে অভিযোগ জমা করে তারপরে আমি দলীয় কর্মীদের নিয়ে সবজি ব্যবসায়ীদের সচেতন করার জন্য উদ্যোগ নিয়েছি।
advertisement
শুভজিৎ ঘোষ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
September 28, 2023 2:06 PM IST
