Hooghly News: হাসপাতালে হঠাৎ আগুন লাগলে কী করতে হবে? আরামবাগ মেডিকেলে মক ফায়ার ড্রিল
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUVOJIT GHOSH
Last Updated:
হাসপাতালে হঠাৎ আগুন লাগলে প্রাথমিকভাবে নার্স ও কর্মীরাই যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেন তার জন্য আরামবাগ মেডিকেল কলেজে হয়ে গেল মক ফায়ার ড্রিল
হুগলি: হাসপাতালে হঠাৎ আগুন লেগে দুর্ঘটনা ঘটলে কীভাবে বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে? তা দেখাতেই আরামবাগ মেডিকেল কলেজে হয়ে গেল মক ফায়ার ড্রিল। হাসপাতালের নার্স সহ বিভিন্ন বিভাগের কর্মীরা সেখানে অংশ নেন। দমকল বিভাগের উদ্যোগে এই মক ফায়ার ড্রিল হয়।
হঠাৎ হাসপাতালে আগুন লাগলে কী করতে হবে তা এই মক ফায়ার ড্রিলের মধ্য দিয়ে সকলের সামনে তুলে ধরা হয়। ড্রিল চলার সময় উপস্থিত ছিলেন আরামবাগ মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট সুপার, নার্স এবং কর্মীরা। দমকল বিভাগের আধিকারিক পিনাকী দাস এই ফায়ার ড্রিলের নেতৃত্ব দেন।
advertisement
advertisement
এই বিষয়ে দমকল আধিকারিক পিনাকী দাস জানান, প্রায় সময় হাসপাতাল এবং বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে গেলে প্রাথমিকভাবে কী কী জানা না থাকায় অনেক সময় বড় ঘটনা ঘটে যায়। সেটাই হাতে-কলমে হাসপাতালের কর্মীদের শেখানো হল। যাতে ফায়ার ব্রিগেড এসে পৌঁছনোর আগেই তাঁরা কতগুলি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেন। এতে ক্ষয়ক্ষতির মাত্রা কমে। এদিকে মক ফায়ার ড্রিলে অংশ নিয়ে হাতে-কলমে অগ্নি নির্বাপনের প্রশিক্ষণ লাভ করেছেন আরামবাগ মেডিকেলের নার্স এবং কর্মীরা। গোটা বিষয়টিকে তাঁরা সন্তোষ প্রকাশ করেন।
advertisement
শুভজিৎ ঘোষ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
September 28, 2023 1:48 PM IST
