ঠিক তেমনই সত্যজিৎ রায় এর ১০০ তম জন্মবার্ষিকী উপলক্ষে এবারে রানাঘাট নাশরাপাড়া বয়েজ ক্লাবের থিম গুপী গাইন বাঘা বাইন। সত্যজিৎ রায়ের চরিত্রগুলিকে অবিকল ফুটিয়ে তোলা হবে দুর্গাপুজোর প্যান্ডেলে। আর এই কাজটির দায়িত্বভার নেন রানাঘাটের চিত্রশিল্পী সঞ্জু কুন্ডু ও তার টিমের সদস্যরা। সঞ্জু কুন্ডু জানায়, এই থিমের মধ্যে প্রথমেই থাকবে ভূতের রাজা যাকে কেন্দ্র করে গোটা গল্পটা তৈরি হয়েছে। এর কারণ ভূতের রাজা না থাকলে গুপি গাইন বাঘা বাইনের গল্প এতটা বিস্তর হত না। সেই কারণে প্রথমেই দর্শকেরা ভূতের রাজাকে দেখে মণ্ডপে ঢুকবেন।
advertisement
আরও পড়ুন: আর্থিক অনটন থেকে অবসাদ! মেয়েকে নিয়ে চলন্ত ট্রেনের সামনে মায়ের মরণঝাঁপ
এরপর হীরক রাজার দেশের যন্তর মন্তর ঘর, হীরক রাজার দরবার এছাড়াও সত্যজিৎ রায় বিভিন্ন গল্পের একাধিক চরিত্র, তার তৈরি করা বিভিন্ন সিনেমার পোস্টার এবং সর্বপ্রথম দর্শক ঢোকার সাথে সাথেই দেখতে পাবে ভূতের নাচ! কারণ এটিই ছিল সত্যজিৎ রায়ের গুপী গাইন বাঘা বাইন গল্পের বিখ্যাত দৃশ্য। সুতরাং বলা যেতে পারে রানাঘাট নাসরা বয়েজ ক্লাবের এই অভিনব উদ্যোগ দর্শকে আনন্দ দিতে সফল হবে।
Mainak Debnath