ঠিক তেমনই নিদর্শন দেখা গেল নদিয়ার মাজদিয়ায়। মাজদিয়ার প্রায় সমস্ত জামাকাপড়ের দোকানে লেগে গিয়েছে চৈত্র সেল এর উৎসব। আগেকার দিনে চৈত্র সেলের নিয়ম ছিল অন্যরকম। সারা বছর দোকানদারেরা জামা কাপড় বিক্রি করার পরে বেশ কিছু জামাকাপড় যেগুলি কিছুটা পুরনো কিংবা প্রযুক্তিগত গন্ডগোল থাকতো সেই জামা কাপড় গুলিকে নতুন বছরে নতুন বছর দোকানে তোলার আগে বছরের শেষে অর্থাৎ চৈত্র মাসে কম টাকায় বিক্রি করে দিত। তাকেই সাধারণত বলা হত চৈত্র সেল।
advertisement
আরও পড়ুন: পানীয় জলের কল থেকে কী বেরোচ্ছে? জানলে শিউরে উঠবেন
তবে এখন সেলের নিয়ম গেছে বদলে। মাজদিয়ার এক দোকানদার জানাচ্ছেন "যেহেতু সারা বছর এই সমস্ত খরিদ্দার এরা আমাদের দোকান থেকে জিনিসপত্র কেনেন। সেই কারণেই চৈত্র মাসের শেষে খরিদ্দারের মন রাখার জন্যেই উন্নত মানের ভালো জামা কাপড়গুলিকেই কিছুটা ছাড় দিয়ে কম দামে তাদের কাছে আমরা বিক্রি করি। যাতে তারা নতুন বছরেও পুনরায় আমাদের দোকান থেকেই কেনাকাটা করেন।" সুতরাং বলা যেতে পারে সামার সেল হোক কিংবা উইন্টার সেল বাঙালির চৈত্র সেল আজও রমরমিয়ে চলছে প্রতিটা বাজারে।
Mainak Debnath