আরও পড়ুন Hooghly News : অপরিচিত মহিলার ভিডিও কল তুলে বিপাকে পড়লেন চুঁচুড়ার বিধায়ক
জানা যায় গভীর রাতে সোনা গয়না মিলিয়ে বেশ কয়েক হাজার টাকার জিনিস নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটে নদিয়ার চাকদহ থানার অন্তর্গত চাকদহ পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের বাসন্তী তলা এলাকায়। রাজিব ভট্টাচার্য দুর্গাপুর ফরিদপুর থানার ওসি তার স্ত্রী সঙ্গীতা ভট্টাচার্য এ বাড়িতেই থাকতেন। শাশুড়ি মায়ের শরীর খারাপ হওয়ার কারণে দুর্গাপুর নিয়ে গিয়েছিলেন গত ৭ তারিখ সন্ধ্যা বেলায়। সেখানে বাড়িতে এক বয়স্ক মানুষকেই পাহারার কাজে রেখে গিয়েছিলেন। রাত ১১ টা নাগাদ ফোন করে জানানো হয় দরজার তালা ভাঙ্গা।
advertisement
আরও পড়ুন West Midnapore News: গ্রাম পঞ্চায়েতের কাজে দুর্নীতি! অভিযোগে সরব মানিকপাড়ার স্থানীয়রা
খবর পেয়ে তড়িঘড়ি পরের দিন দুপুরেই বাড়ি ফিরে আসেন সঙ্গীতা দেবী৷ তারপর দেখেন আলমারি থেকে বেশ কয়েক ভরি সোনার গহনা নিয়ে চম্পট দিয়েছে চোর। তার মধ্যে ছিল দুটি লকেট হার, চারটে আংটি, চারটে কানের দুল৷ এছাড়াও ছিল শাঁখা বাঁধানো. পলা বাঁধানো। যদিও নগদ কোন টাকা-পয়সা চুরি যায়নি বলেই দাবি করেন সঙ্গীতা দেবী। চাকদহ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। লিখিত অভিযোগের ভিত্তিতে সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে চাকদহ থানার পুলিশ।
Mainak Debnath