West Midnapore News: গ্রাম পঞ্চায়েতের কাজে দুর্নীতি! অভিযোগে সরব মানিকপাড়ার স্থানীয়রা
- Published by:Pooja Basu
Last Updated:
নেই ক্যানেল, অথচ ক্যানেল সংস্কারের কাজে খরচ হয়েছে লক্ষাধিক টাকা৷ এমন অভিযোগ উঠছে
#পশ্চিম মেদিনীপুর: মানিকপাড়া গ্রামপঞ্চায়েতের সাত নম্বর আমডিহা অঞ্চল। গ্রামবাসীদের দীর্ঘ দিনের অভিযোগ, পঞ্চায়েতের কাজের নামে আমডিহা অঞ্চলে ব্যাপক দুর্নীতি হয়েছে। তাদের অভিযোগ যেমন যেখানে কোন ক্যানেল নেই, সেখানে ক্যানেলের কাজ হয়েছে বলে টাকা তুলে নেওয়া হয়েছে। এই ধরণের একাধিক অভিযোগ উঠে আসছে আমডিহা গ্রাম পঞ্চায়েতের উপ প্রধানের বিরুদ্ধে।
আমডিহা এলাকায় ক্যানেল তৈরির জন্য বরাদ্দ করা হয়েছে ১৭৮৮৮২ টাকা। কাজ হয়ে গেছে বলে তোলা হয়েছে ১৪৬০৬৪ টাকা। পার্কের পেছনে বাঁশ দিয়ে ঘেরা জায়গায় প্রকল্পের বোর্ডেও বাংলায় লেখা আছে পাশে ক্যানেল খনন। অথচ গোটা পার্কের আশেপাশে কোনও ক্যানেল চোখে পড়ে না। পার্কের পেছনে বনদফতরের জমির কিছু অংশে মাটি খোঁড়া আছে। অভিযোগ সেটা দেখিয়েই নাকি ক্যানেলের কাজ হয়েছে বলে টাকা তুলে নেওয়া হয়েছে। অথচ এই এলাকায় কোনও ক্যানেলের কাজই হয়নি। গ্রামবাসীদের অভিযোগের সত্যতা স্বচক্ষে দেখে প্রধানের কাছে জানতে চাইলে তার দেখা মেলে না।
advertisement
advertisement
যদিও পঞ্চায়েত সমিতির সভাপতি রেখা সোরেন স্বীকার করেছেন, তিনি অভিযোগ পেয়েছেন৷ এবং তিনি বিষয়টি খতিয়ে দেখছেন বলেও জানান। যদি উপ প্রধানের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবেও বলে জানান তিনি। অন্যদিকে জেলাশাসক সুনীল আগরওয়াল জানিয়েছেন, বিষয়টি নিয়ে তদন্ত করা হবে।
advertisement
পার্থ মুখোপাধ্যায়
view commentsLocation :
First Published :
September 15, 2022 10:47 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: গ্রাম পঞ্চায়েতের কাজে দুর্নীতি! অভিযোগে সরব মানিকপাড়ার স্থানীয়রা