এই সাফল্যে স্বাভাবিকভাবে খুশি ওই যুবক। তিনি কৃষ্ণনগর রেল স্টেশনের পাশে অবস্থিত চারুকলা নামে একটি সংগঠনের সদস্য। জানান, গতবছর নিজের বাড়ির ছাদে চক পেন্সিল দিয়ে এঁকেছিলেন এক বিশাল ছবি। এরপর ওই ছবি তুলে ভারত সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের অনলাইনে প্রতিযোগিতায় পাঠিয়ে দেন। ওই প্রতিযোগিতায় রঙ্গোলী, দেশ ভক্তি সাজাও ও ঘুম পাড়ানি গান এই তিনটি ইভেন্টে হয়। এর মধ্যে কৃষ্ণনগরের সৌরাজ বিশ্বাস রঙ্গোলি বিভাগে বাংলা এবং নদিয়া জেলার মধ্যে প্রথম হন।
advertisement
আরও পড়ুন: গোপন সূত্রে খবর পেয়ে বাড়িতে হানা পুলিশের, আগ্নেয়াস্ত্র সহ ধৃত যুবক
দিন কয়েক আগে হঠাৎ সৌরাজের কাছে ফোন আসে দিল্লির সংস্কৃতি মন্ত্রালয় থেকে। এরপর সে অনলাইনে প্রতিযোগিতার ফলাফল দেখে। তাঁর এই সাফল্যে খুশি কৃষ্ণনগরের মানুষ।
মৈনাক দেবনাথ
Location :
Kolkata,West Bengal
First Published :
February 27, 2023 2:52 PM IST