কোভিড চলে গেলেও তাদের কাজকর্ম থেমে যায়নি। ঠিক তেমনই এক নিদর্শন দেখা গেল নবদ্বীপ ত্রিনাথ পুজো কমিটির। জানা যায় নবদ্বীপ বড় বাজারের রাজার বাজার ত্রিনাথ পুজো কমিটির পক্ষ থেকে আয়োজন করা হল স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবিরের। এই অনুষ্ঠানের সূচনা করেন নবদ্বীপের বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা, উপস্থিত ছিলেন প্রভুপাদ কিশোর কৃষ্ণ গোস্বামী সহ বহু বিশিষ্ট অতিথি বৃন্দরা।
advertisement
আরও পড়ুনঃ নবদ্বীপে স্কুলের মধ্যে আয়োজন করা হল থ্যালাসেমিয়া পরীক্ষা শিবির
এবং এর পাশাপাশি জানা যায় বৃহস্পতিবার সন্ধ্যায় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও বস্ত্র বিতরণেরও আয়োজন করা হয়েছে। স্বাভাবিকভাবেই নবদ্বীপে ত্রিনাথ পুজো কমিটির এই সমাজসেবামূলক কাজে খুশি স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে প্রশাসনের কর্মকর্তারাও। দীপাবলীর আগে দুঃস্থ মানুষদের স্বাস্থ্যশিবির এবং বস্ত্রদানে খুশি সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষেরা। পুজো কমিটিরা যে শুধুমাত্র পুজো পরিচালনাতেই থেমে নেই তার এক বিরল নজির করলেন নবদ্বীপ ত্রিনাথ পুজো কমিটির সদস্যেরা।
Mainak Debnath