Nadia News: নবদ্বীপে স্কুলের মধ্যে আয়োজন করা হল থ্যালাসেমিয়া পরীক্ষা শিবির

Last Updated:

থ্যালাসেমিয়া রোগ থেকে মানুষকে সচেতন করতে নবদ্বীপ মেরিল্যান্ড স্কুলে আয়োজন করা হল ইউথ অফ বেঙ্গলের পরিচালনায় একটি থ্যালাসেমিয়া পরীক্ষা শিবির।

+
title=

#নবদ্বীপ : থ্যালাসেমিয়া রোগ থেকে মানুষকে সচেতন করতে নবদ্বীপ মেরিল্যান্ড স্কুলে আয়োজন করা হল ইউথ অফ বেঙ্গলের পরিচালনায় একটি থ্যালাসেমিয়া পরীক্ষা শিবির। এই শিবিরের মাধ্যমে থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিটের কাউন্সিলর ইন্দ্রানী ঘোষ স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের থ্যালাসেমিয়া রোগ সম্বন্ধে সচেতন করেন। এই থ্যালাসেমিয়া পরীক্ষা শিবিরে ৫২ জন থ্যালাসেমিয়া পরীক্ষা করান। তাদের মধ্যে ১৫ জন ছাত্র ছাত্রী এবং ৪ জন স্কুলের শিক্ষক শিক্ষিকা থ্যালাসেমিয়া পরীক্ষা করতে আগ্রহী হন।
নবদ্বীপের স্বেচ্ছাসেবী সংস্থা ইউথ অফ বেঙ্গল নবদ্বীপের একাধিক সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত। এই সংস্থার সম্পাদক জ্যোতির্ময় চক্রবর্তী জানান, এর আগেও একাধিক জায়গায় আমরা রক্তদান শিবির থেকে শুরু করে বিভিন্ন সমাজ সেবক মূলক কাজ করে এসেছি। আজ স্কুলের ছোট ছোট ছাত্র ছাত্রীদের জাগরিত করার জন্যই আমাদের এই প্রয়াস। প্রসঙ্গত, জেলায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা। এর প্রধান কারণ সচেতনতার অভাব হলেই জানান থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিটের কাউন্সিলর ইন্দ্রানী ঘোষ।
advertisement
আরও পড়ুনঃ বিধায়কের উপস্থিতিতে স্বাস্থ্য শিবির ও স্বেচ্ছায় রক্তদান শিবির
জানা যায়, দুজন থ্যালাসেমিয়া বাহক বিয়ে করার পরে তাদের সন্তান হলে তখন সেই সন্তানের সম্ভাবনা থাকে থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার। তিনি জানান, বিয়ের আগেই যদি একজন ছেলে মেয়ে তাদের থ্যালাসেমিয়ার পরীক্ষা করিয়ে নেন তাহলে তাদের পরবর্তী প্রজন্মকে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হওয়া থেকে বাঁচানো সম্ভব। স্বাভাবিকভাবে এমন একটি সচেতনতামূলক শিবির নবদ্বীপ মেরিল্যান্ড স্কুলে আয়োজন করার ফলে ছাত্র ছাত্রী থেকে শুরু করে অভিভাবকেরাও।
advertisement
advertisement
 
 
 
Mainak Debnath
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: নবদ্বীপে স্কুলের মধ্যে আয়োজন করা হল থ্যালাসেমিয়া পরীক্ষা শিবির
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement