তেহট্ট দু'নম্বর ব্লকের বারুইপাড়া প্রধানত কৃষি প্রধান এলাকা। কৃষিকাজই এই এলাকার বাসিন্দাদের মূল জীবিকা। একসময়ে এখানে পাট ধান সহ বিভিন্ন ধরনের সবজির চাষ হত। কিন্তু ওই সমস্ত চাষের লাভ না হওয়ায় এখানকার কয়েকজন কৃষক বছর দশেক আগে পেয়ারা চাষ শুরু করেন। প্রথম চাষেই ভালো লাভ হওয়ায় তাদের দেখে একে একে অন্যান্য কৃষকরাও তাদের জমিতে পেয়ারা চাষ শুরু করেন।
advertisement
আরও পড়ুন: ব্যাঙ্কে লকার নিতে গেলে কি ফিক্সড ডিপোজিট খুলতেই হবে? রিজার্ভ ব্যাঙ্ক কী বলছে
আরও পড়ুন: মোটা টাকা উপার্জনের রাস্তা খুঁজছেন? মাশরুম চাষে আপনিও হতে পারেন কোটিপতি
কৃষকদের দাবি অন্যান্য চাষের থেকে পেয়ারা চাষে খরচ কম এবং একবার চাষ করলেই ন্যূনতম রক্ষণাবেক্ষণ খরচ করেই প্রায় দশ বছর ফল পাওয়া যায়। অন্যান্য চাষের থেকে ঝুঁকিও কম। এক বিঘা জমি থেকে বছরে প্রায় ৬০-৭০ হাজার টাকার পেয়ারা বিক্রি হয়। সেই কারণেই বারুইপারা এলাকার প্রায় পাঁচ হাজার কৃষক প্রায় দেড় হাজার বিঘা জমিতে পেয়ারা চাষ করেন। এখানকার উৎপাদিত পেয়ারা স্থানীয় চাহিদা মিটিয়ে ভিন রাজ্য রফতানি করা হয়।
Mainak Debnath