TRENDING:

Nadia News: ডায়াবেটিস দূর করতে শান্তিপুরে ম্যারাথন দৌড়ের আয়োজন

Last Updated:

শরীর ও মন সুস্থ রাখার জন্য শরীর চর্চা, দৌড়ানো ইত্যাদি ভীষণভাবে প্রয়োজন। শরীরচর্চার ফলে একাধিক মারণ রোগ অনেক অংশে ঠিক হয়ে যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শান্তিপুর : শরীর ও মন সুস্থ রাখার জন্য শরীর চর্চা, দৌড়ানো ইত্যাদি ভীষণভাবে প্রয়োজন। শরীরচর্চার ফলে একাধিক মারণ রোগ অনেক অংশে ঠিক হয়ে যায়। সেই কারণেই নিয়মিত শরীরচর্চা ও দৌড়ানোর ফলে স্বাস্থ্যের উন্নতি ঘটে এবং বিভিন্ন রোগব্যাধি থেকে দূরে থাকা যায়। সেই কারণেই ডায়াবেটিস নির্মূল করতে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে কিভাবে সুস্থ রাখা যায় সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে রবিবার শান্তিপুরে ৬.২ কিলোমিটার এক ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। অনলাইনের মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তের ১০-৮৬ বছরের প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।
advertisement

প্রতিযোগিতার পাঁচটি বিভাগে ভাগ করা হয়। ছেলেদের তিনটি গ্রুপ ১৪ থেকে ৩০,৩০ থেকে ৪৯, এবং ৫০ ঊর্ধ্ব। অপরদিকে মেয়েদের দুটি গ্রুপ ১৪ থেকে ৩৯, ও ৪০ ঊর্ধ্বদের আবেদন করতে বলা হয়। প্রতিযোগিতায় ব্যাপক সাড়া পাওয়া যায়। মেয়েদের মধ্যে ৮৬ বছরের প্রতিযোগী কুমোদিনি বিশ্বাস এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। এদের মধ্যে ৭০ বছরের একজন প্রতিযোগী ছিলেন। খড়গপুর, মেদিনীপুর সহ বিভিন্ন জায়গা থেকে এখানে প্রতিযোগিরা অংশগ্রহণ করেছিলেন।

advertisement

আরও পড়ুনঃ সংরক্ষণের দাবিতে বঙ্গীয় চাষি কৈবর্ত মাহিষ্য সমিতির ডেপুটেশন প্রদান

চোখে পড়বার মতন বিষয় এই যে এখান থেকেই ভাঙা ঘরে থেকেও অ্যাথলেটিকস সবার স্বপ্ন দেখেন এখনও যুথিকা রায়। সংসারে আর্থিক অনটন তবুও তার মনে আত্মবিশ্বাসের অভাব নেই। চা বিক্রি করে সংসার চালান। তার স্বপ্ন একজন সফল অ্যাথলেটিকস হয়ে দেশের মুখ উজ্জ্বল করা। যিনি উত্তর ২৪ পরগনা থেকে এখানে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। ডায়াবেটিস দূরীকরণের এমন অভিনব পরিকল্পনায় খুশি স্থানীয় এলাকার মানুষজনেরাও।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: ডায়াবেটিস দূর করতে শান্তিপুরে ম্যারাথন দৌড়ের আয়োজন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল