নদিয়ার শান্তিপুরে উদ্বোধন হল শ্রীচৈতন্য অদ্বৈত পৌর ক্রীড়াঙ্গনের। এদিনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আসেন রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। একই মঞ্চে উপস্থিত ছিলেন, রাজ্যের আরও এক মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস-সহ শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী, জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর, শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ প্রমূখ।
আরও পড়ুন: গঙ্গাসাগরের নদী বাঁধ ভাঙন নিয়ে উদ্বিগ্ন প্রশাসন! কপিলমুনি আশ্রম বাঁচাতে বিরাট উদ্যোগ সেচ দফতরের
advertisement
উল্লেখ্য শান্তিপুরের প্রাক্তন বিধায়ক তথা পৌরসভার চেয়ারম্যান প্রয়াত অজয় দে, তাঁর উদ্যোগেই তৈরি হয় শান্তিপুর পৌর স্টেডিয়াম। যা এবারে আধুনিকতার ছোঁয়ায় সেজে উঠল। তৈরি হয়েছে উন্নত মানের গ্যালারি, এছাড়াও স্টেডিয়ামের ভেতরেও সুন্দর করে সাজানো হয়েছে।
আরও পড়ুন: পিএইচডি করতে চাইছেন? সুযোগ দিচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, জেনে নিন বিস্তারিত
এদিন স্টেডিয়াম উদ্বোধনী অনুষ্ঠানে এসে মন্ত্রী ফিরহাদ হাকিম শান্তিপুরবাসীর উদ্দেশ্যে বলেন, “শুধু স্টেডিয়াম নয় আগামী দিনে শান্তিপুরের ক্রীড়াপ্রেমী মানুষের জন্য আরও এক ঝাঁক প্রকল্প করা হবে যা আগামী তিন মাসের মধ্যেই বাস্তবায়িত হবে।” এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে এসে শান্তিপুরের ক্রীড়াপ্রেমী মানুষ ও খেলোয়াড়দের মনে অনুপ্রেরণা যোগাতে নিজেই মাঠে ফুটবল খেললেন মন্ত্রী ফিরহাদ হাকিম।
বহু প্রাচীন ইতিহাস এবং ঐতিহ্যপূর্ণ শান্তিপুর যেমন তাঁত শাড়ির জন্য সুপ্রসিদ্ধ তেমনই ভাষা শিল্প সংস্কৃতি এমনকি খেলা ধুলাতেও। তাছাড়া ক্রিকেট ফুটবল তো আছেই সঙ্গে মেয়েদের ভলিতে জেলার মধ্যে অগ্রগণ্য এই শান্তিপুর।
বহু প্রাচীন বিভিন্ন খেলাধুলা ভিত্তিক গড়ে ওঠা ক্লাব আজও অতীতের মত স্বগৌরবে মাথা তুলে দাঁড়িয়ে। মাঠের সংখ্যাও নেহাত কম নয়। তবে অত্যাধুনিক এবং জেলাভিত্তিক খেলার উপযোগী নয়, সেই কারণে, একটা প্রতিবন্ধকতা রয়েছে দীর্ঘদিন ধরেই। তবে নতুন এই পৌর ক্রীড়াঙ্গন উদ্বোধন হওয়ার ফলে শান্তিপুরের সমস্ত ক্রীড়া-প্রেমীরা আরও উৎসাহ পাবেন বলেই মনে করা হচ্ছে।
Mainak Debnath