নদিয়া জেলার পোড়াগাছা গ্রামের সন্তান বসন্ত কুমার বিশ্বাস। স্কুলে পড়ার সময় থেকেই তিনি স্বাধীনতা সংগ্রামে যোগদান করেন। বিপ্লবী রাসবিহারী বসুর নেতৃত্বে তিনি হত্যার চেষ্টা করেছিলেন লাটসাহেব লর্ড হার্ডিঞ্জকে। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়। ধরা পড়েন ব্রিটিশ পুলিশের হাতে। আদালতে তোলা হলে বিচারক তাঁর ফাঁসির সাজা ঘোষণা করে। এই ঘটনাতেই রাসবিহারী বসু ছদ্মবেশে পালিয়ে গিয়ে জাপানে আশ্রয় নেন। ১৯১৫ সালের ১১ মে ফাঁসি হয় তরুণ বিপ্লবী বসন্ত কুমার বিশ্বাসের। তার ফাঁসির পরের দিন রাসবিহারী বসু কলকাতার খিদিরপুর বন্দর থেকে জাপানের উদ্দেশ্যে রওনা দেন।
advertisement
আরও পড়ুন: দাদাদের ফেয়ারওয়েলে মিষ্টি পেল না ভাইয়েরা, প্রতিবাদে পথ অবরোধ
স্বাধীনতার এত বছর পরেও অগ্নিযুগের বিপ্লবীদের সম্বন্ধে কৌতুহল আছে মানুষের মনে। দেশের জন্য তাঁদের ত্যাগ, ভালোবাসা, আত্ম বলিদানের গাথা আজও অনুপ্রাণিত করে। বহু স্বাধীনতা সংগ্রামী অল্প বয়সেই দেশের জন্য প্রাণ দেন৷ বসন্ত কুমার বিশ্বাস তাঁদেরই একজন। দেশের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে নিয়ে যাওয়ার সিদ্ধান্তের প্রবল বিরোধীতা করেছিলেন বাংলার বিপ্লবীরা। অরবিন্দ ঘোষ, রাসবিহারী বসুর মত মহান বিপ্লবীদের নেতৃত্বে ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছিলেন বসন্ত বিশ্বাস।
মৈনাক দেবনাথ