TRENDING:

Nadia News: লর্ড হার্ডিঞ্জকে হত্যার চেষ্টার অপরাধী ফাঁসি হয়েছিল বসন্ত বিশ্বাসের, তাঁর স্মৃতিতে নদিয়ায় শুরু হয়েছে মেলা

Last Updated:

অত্যাচারী ইংরেজ সাহেব লর্ড হার্ডিঞ্জকে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন রাসবিহারী বসু। তাঁর সঙ্গে প্রত্যক্ষভাবে এই অভিযানে ছিলেন নদিয়ার বসন্ত বিশ্বাস। এই প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর রাসবিহারী বসু পালিয়ে যেতে সক্ষম হলেও বসন্ত বিশ্বাস ধরা পড়েন। বিচারে তার ফাঁসির আদেশ হয়। সেই শহিদ বিপ্লবীর স্মরণে শুরু হয়েছে মেলা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: স্বাধীনতা সংগ্রামী শহিদ বসন্ত বিশ্বাসের ১২৯ তম জন্মতিথি উপলক্ষে বসন্ত মেলার শুরু হয়েছে নদিয়ার পোড়াগাছা এলাকায়। এই মেলার উদ্বোধন করেন তাঁরই বংশধর তথা রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। বসন্ত বিশ্বাসের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে বসন্ত মেলার সূচনা করেন তিনি।
advertisement

নদিয়া জেলার পোড়াগাছা গ্রামের সন্তান বসন্ত কুমার বিশ্বাস। স্কুলে পড়ার সময় থেকেই তিনি স্বাধীনতা সংগ্রামে যোগদান করেন। বিপ্লবী রাসবিহারী বসুর নেতৃত্বে তিনি হত্যার চেষ্টা করেছিলেন লাটসাহেব লর্ড হার্ডিঞ্জকে। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়। ধরা পড়েন ব্রিটিশ পুলিশের হাতে। আদালতে তোলা হলে বিচারক তাঁর ফাঁসির সাজা ঘোষণা করে। এই ঘটনাতেই রাসবিহারী বসু ছদ্মবেশে পালিয়ে গিয়ে জাপানে আশ্রয় নেন। ১৯১৫ সালের ১১ মে ফাঁসি হয় তরুণ বিপ্লবী বসন্ত কুমার বিশ্বাসের। তার ফাঁসির পরের দিন রাসবিহারী বসু কলকাতার খিদিরপুর বন্দর থেকে জাপানের উদ্দেশ্যে রওনা দেন।

advertisement

আরও পড়ুন: দাদাদের ফেয়ারওয়েলে মিষ্টি পেল না ভাইয়েরা, প্রতিবাদে পথ অবরোধ

স্বাধীনতার এত বছর পরেও অগ্নিযুগের বিপ্লবীদের সম্বন্ধে কৌতুহল আছে মানুষের মনে। দেশের জন্য তাঁদের ত্যাগ, ভালোবাসা, আত্ম বলিদানের গাথা আজও অনুপ্রাণিত করে। বহু স্বাধীনতা সংগ্রামী অল্প বয়সেই দেশের জন্য প্রাণ দেন৷ বসন্ত কুমার বিশ্বাস তাঁদেরই একজন। দেশের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে নিয়ে যাওয়ার সিদ্ধান্তের প্রবল বিরোধীতা করেছিলেন বাংলার বিপ্লবীরা। অরবিন্দ ঘোষ, রাসবিহারী বসুর মত মহান বিপ্লবীদের নেতৃত্বে ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছিলেন বসন্ত বিশ্বাস।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
চোখের নিমেষে উধাও সাত কুইন্টাল দই! কেজি মাত্র ১১০ টাকা,ভাইফোঁটায় উপচে পড়া ভিড় এই দোকানে
আরও দেখুন

মৈনাক দেবনাথ

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: লর্ড হার্ডিঞ্জকে হত্যার চেষ্টার অপরাধী ফাঁসি হয়েছিল বসন্ত বিশ্বাসের, তাঁর স্মৃতিতে নদিয়ায় শুরু হয়েছে মেলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল