TRENDING:

Diwali 2022: কালীপুজোর আগে লক্ষ্মীপুজো দিয়ে শুরু, শান্তিপুরের দে বাড়ির গল্প অবাক করা

Last Updated:

পঞ্চশষ্য ছিটিয়ে বেদীতে তোলা হয় মাকে, রাতের বেলায় মায়ের পুজো শুরু হওয়ার আগে লক্ষ্মীর আরাধনা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শান্তিপুর: শান্তিপুরের প্রায় চারশ বছরের প্রাচীন দে জমিদার বাড়ি। এই জমিদারি বাড়ির প্রতি পরতে পরতে যেন লুকিয়ে রয়েছে ইতিহাসের গন্ধ।শান্তিপুরের অন্য সাবেকিয়ানা জমিদারি দালান বাড়িগুলোর মতো এই বাড়িতেও কালী পূজিত হয়ে আসছেন সেই শতাধিক বছর ধরে। কিন্তু এই কালীপূজার প্রতিষ্ঠাতা কে তাঁর সঠিক তথ্য পাওয়া যায় না। প্রতি অমাবস্যায় মায়ের পাঠের প্রতীকী পূজা করা হয়। ‌
advertisement

বাড়ির এক সদস্যের কাছ থেকে জানা যায়, সেই সময়ে দীপান্বিতা অমাবস্যার রাতে মশাল, মোমবাতি, হ্যাজাক এর আলোয় উদ্ভাসিত হয়ে উঠত সেই ভয়ঙ্কর ভক্তিভরা দেবী কালির মৃন্ময়ী মূর্তি আর সারা জমিদারি দালানটা এবং ঢাকের তালে মেতে উঠতো সারা পাড়া। আর সঙ্গে থাকত ভক্তদের প্রার্থনা ও মনস্কামনা পূরণের ইচ্ছা।

আরও পড়ুন: টাটাকে তাড়িয়েছে সিপিএম, পঞ্চায়েতের আগে মমতার দাবিতে সুচারু কৌশল!

advertisement

দে বাড়ির কালি পূজার অনেক নিয়ম রীতি রয়েছে। রথের দিন মা'এর পাট পুজো করার পর কুমোর বাড়িতে দিয়ে আসা হয়। পুজোর আগের দিন রাতের বেলায় বাড়ির বড় বউ কে বরণ করার ডালা সাজাতে হয়। এ বাড়ি তে মা বারবেলা অর্থাৎ দুপুর ১২ টা বেজে গেলে বেদি থেকে উঠতে চান না। পূজার দিন সকালে ঢাকি বরণ করার পর 'শ্রী' আনয়ন করা হয়। দক্ষিণা স্বরূপ কুমোর কে ভুজ্য দান করা হয়। বাড়ির বয়োজ্যেষ্ঠ বউ আগমনের বরণ করেন প্রথম।

advertisement

View More

আরও পড়ুন: বিরাট আশঙ্কা! কালীপুজো এবার তছনছ হতে পারে ঘূর্ণিঝড়ে, জারি হচ্ছে বড় নিষেধাজ্ঞা

পঞ্চশষ্য ছিটিয়ে বেদীতে তোলা হয় মা কে। রাতের বেলায় মা এর পুজো শুরু হওয়ার আগে লক্ষী পুজো করা হয়। এর মানে অলক্ষীকে বিদায় দিয়ে লক্ষ্মীকে ঘরে আনা। মায়ের আরতিও দেখার মতো। আরতির সময় ১০৮টি মাটির প্রদীপ জ্বালিয়ে আরতি নিবেদন করা হয়। মনস্কামনা পূরণের ইচ্ছায় হোম - ধূঁনা পোড়ানো ইত্যাদি সব ক্রিয়া-কর্ম করা হয়।

advertisement

উল্লেখ্য যে এই মাকে কোনো রকম অন্নভোগ নিবেদন করা, বলি দেওয়া হয় না। ফল,নানাবিধ মিষ্টান্ন, চিড়ের সামগ্রী এছাড়াও নানারকম ফল দিয়ে তৈরি সুদৃশ্য ১০৮ নৈবেদ্য আরও অনেকরকম নৈবেদ্য মা কে নিবেদন করা হয়।

পরদিন বিকালে বাড়ির সকল বউয়েরা মৎসমুখী করে মাকে বিদায় বরণ করে এবং সিঁদুর খেলা হয়। এরপর মা বাড়ির সকলের মন বিষণ্ণ করে নিরঞ্জনের উদ্দেশ্যে রওনা হন। অপেক্ষায় থাকে গোটা এক বছরের পরিবারের সদস্যরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এবার জীবাণু 'রাজা' করে দেবে মাছ চাষিদের, ডবল লাভ আসবে ঘরে! কীভাবে জানুন
আরও দেখুন

মৈনাক দেবনাথ

বাংলা খবর/ খবর/নদিয়া/
Diwali 2022: কালীপুজোর আগে লক্ষ্মীপুজো দিয়ে শুরু, শান্তিপুরের দে বাড়ির গল্প অবাক করা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল