TRENDING:

Nadia News: প্রশাসনের অপেক্ষায় না থেকে ডেঙ্গি সচেতনতায় এগিয়ে এলেন গ্রামবাসীরা

Last Updated:

গ্রামের মানুষ নিজেদের উদ্যোগেই ডেঙ্গি মোকাবিলায় পদক্ষেপ করছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: প্রশাসনের ভরসায় না থেকে ডেঙ্গি সচেতনতায় এগিয়ে এলেন গ্রামের বাসিন্দারা। নদিয়ার শান্তিপুরের বাগআঁচড়া গ্রামের বলাকা সংগঠনের পক্ষ থেকে গ্রামবাসীদের জড়ো করে ডেঙ্গি প্রতিরোধের এই উদ্যোগ নেওয়া হয়েছে। উল্লেখ্য এবারের বর্ষার শুরুতেই ডেঙ্গি ভয়াবহ আকার ধারণ করেছে নদিয়ায়।
advertisement

আরও পড়ুন: অগস্টের এই তারিখে বিনামূল্যে শয়ে শয়ে গাছের চারা পাবেন কৃষকরা! এইভাবে আবেদন করুন

গ্রামবাসীরা জানান, স্বাস্থ্য কেন্দ্র ও পঞ্চায়েতের পক্ষ থেকে সচেতনতার প্রচারে কোনও ঘাটতি নেই। কিন্তু আরও সচেতনতা গড়ে তুলতেই তাঁরা নিজে থেকে এই কর্মসূচি নিয়েছেন। বিশেষ করে নদিয়ায় ডেঙ্গি যেভাবে ভয়াবহ আকার ধারণ করেছে তাতে সকলের আরও বেশি সক্রিয় ও সচেতন হওয়া প্রয়োজন আছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। অভিজ্ঞ চিকিৎসক, আশা কর্মী, হাসপাতালে নার্সদের সহযোগিতা নিয়েই গ্রামবাসীদের সচেতন করার এই উদ্যোগ নেওয়া হয়েছে।

advertisement

View More

বলাকার সদস্যরা কেউ বিলোচ্ছেন লিফলেট, কেউবা সচেতনতার বার্তা ছড়াচ্ছেন মাইকে আবার কেউ পরিষ্কার করছেন রাস্তার পাশে জমে থাকা জঙ্গল কিংবা নর্দমার জল। এছাড়াও এলাকার প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে কারোর জ্বর হয়েছে কিনা বা কেউ অসুস্থ হয়ে পড়েছেন কিনা এই বিষয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে। এলাকার কোথাও জল জমে থাকলেই তা দ্রুত সরানোর ব্যবস্থা করা হচ্ছে। সেই সঙ্গে সাধারণ মানুষকে সচেতন‌ও করছেন তাঁরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

মৈনাক দেবনাথ

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: প্রশাসনের অপেক্ষায় না থেকে ডেঙ্গি সচেতনতায় এগিয়ে এলেন গ্রামবাসীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল