East Bardhaman News: অগস্টের এই তারিখে বিনামূল্যে শয়ে শয়ে গাছের চারা পাবেন কৃষকরা! এইভাবে আবেদন করুন
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:BONOARILAL CHOWDHURY
Last Updated:
উদ্যান পালন সপ্তাহ উপলক্ষে পূর্ব বর্ধমানের কৃষকদের বিনামূল্যে গাছের চারা দেওয়া হবে
পূর্ব বর্ধমান: বর্ষায় বড় উদ্যোগ জেলা উদ্যান পালন দফতরের। পরিবেশপ্রেমী ও গাছপ্রেমীদের জন্য এ এক দারুণ সুখবর! আগামী ২২ থেকে ২৮ অগস্ট রাজ্যজুড়ে পালিত হতে চলেছে উদ্যানপালন সপ্তাহ। গতবছরের ন্যায় এ বছরও পালিত হবে এই কর্মসূচি। রাজ্যের অন্যান্য জেলার মতোই পূর্ব বর্ধমানেও পালিত হতে চলেছে এই বিশেষ সপ্তাহটি। জেলার ২৩ টি ব্লকের বিভিন্ন এলাকায় এই উদ্যান পালন সপ্তাহকে সামনে রেখে আয়োজন করা হবে বিভিন্ন ওয়ার্কশপ, ট্রেনিং, সেমিনার, আলোচনা সভা ইত্যাদি। বিভিন্ন ধরনের সবজি, ফল, ফুল, মশলাপাতি চাষ সহায়ক নানান তথ্য উঠে আসবে এই কর্মসূচির মধ্যে দিয়ে। উদ্যান পালন সপ্তাহকে সামনে রেখে সরকারের তরফে উদ্যোগ নেওয়া হয়েছে বিপুল পরিমাণ বৃক্ষ রোপনের। বিপুল পরিমাণে ফলের গাছ লাগানো হবে এই কর্মসূচির আওতায়। হর্টিকালচার দফতরের তরফে প্রতিটি ব্লকের কাছে তাদের প্রয়োজনীয় গাছের পরিমাণ জানতে চাওয়া হয়েছিল। এর পাশাপাশি বিভিন্ন স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতেও বৃক্ষ রোপনের প্রস্তাব দেওয়া হয়েছে।
আরও পড়ুন: পোষ্যদের স্বাস্থ্য পরীক্ষা এসএসবি-এর
এই সমস্ত ফল ও সবজির গাছ থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো তাদের পুষ্টির একটা বড় অংশের যোগান পাবে বলে উদ্যানপালন বিভাগের কর্তাদের দাবি। রাজ্য সরকারের উদ্যানপালন সপ্তাহে যে বিপুল পরিমাণ ফলের গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে সেই কর্মসূচির আওতায় আম, মুসম্বি,য়পেঁপে, পেয়ারা, আতা, বেদানা, কলা ইত্যাদি গাছ লাগানো হবে বলে জানা গিয়েছে। মোট চার লক্ষ আটত্রিশ হাজার ফল গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হবে সরকারের তরফে। যে সকল কৃষক আবেদন করেছেন তাঁরা তাদের জমির পরিমাণ অনুযায়ী এই গাছের চারা পাবেন।
advertisement
advertisement
এই উদ্যোগ প্রসঙ্গে জেলা উদ্যান পালন আধিকারিক জানিয়েছেন, আমরা চার লক্ষ আটত্রিশ হাজার ফল গাছের চারা বিনামূল্যে বিতরণ করব। কৃষক ভাইয়েরা যারা আবেদন করেছেন তাঁরা জমির পরিমাণ অনুযায়ী এই চারা পাবেন। কেউ যদি এক বিঘা জমির জন্য আম গাছের আবেদন করে থাকেন তবে তাঁরা সেই মতো চারা পাবেন। নির্দিষ্ট ফল অনুযায়ী আবেদন করতে হবে। এক বিঘ তে যে পরিমাণে আম গাছের চারা দিতে হয় আমরা সেই হিসেব করেই দেব।সেটা তাঁরা বিনামূল্যে পাবেন। আমরা তাঁদের অনুরোধ করছি তাঁরা যেন এখন থেকেই জমি তৈরি করে রাখেন।
advertisement
গাছের চারার জন্য আবেদন করার এই প্রক্রিয়া বর্তমানে চলছে। প্রতিটা ব্লক অনুযায়ী আগ্রহী কৃষকরা আবেদন করতে পারবেন। এছাড়া পূর্ব বর্ধমান জেলা হর্টিকালচার ডিপার্টমেন্টেও আবেদন করা যাবে গাছের চারার জন্য। এই আবেদন করার জন্য কৃষকদের ভোটার কার্ড, আধার কার্ড, এক কপি পাসপোর্ট সাইজ ছবি এবং জমির কাগজের ফটোকপি জমা করতে হবে।
advertisement
গত বছরের মতো এবছরও সরকারের এহেন উদ্যোগের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি সামগ্রিকভাবে রাজ্যবাসী উপকৃত হবেন বলেও আশাবাদী জেলা উদ্যান পালন আধিকারিক রাহুল চক্রবর্তী।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
August 02, 2023 8:20 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: অগস্টের এই তারিখে বিনামূল্যে শয়ে শয়ে গাছের চারা পাবেন কৃষকরা! এইভাবে আবেদন করুন