Alipurduar News: পোষ্যদের স্বাস্থ্য পরীক্ষা এসএসবি-এর
- Reported by:ANNANYA DEY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
অসুস্থ গৃহপালিত পশুদের স্বাস্থ্য পরীক্ষা করল এসএসবি
আলিপুরদুয়ার: গরমে গৃহপালিত পশুদের অসুস্থতার কথা শুনে তাদের চিকিৎসায় এগিয়ে এল এসএসবি।বীরপাড়ার লঙ্কাপাড়ায় সশস্ত্র সীমা বলের পক্ষ থেকে স্বাস্থ্য পরীক্ষা করা হয় এলাকার গৃহপালিত পশুদের।
এসএসবি-এর ৫৩ নম্বর ব্যাটেলিয়নের কমান্ডেন্ট বিজয় সিং-এর নির্দেশে বুধবার এই শিবির আয়োজিত হয়। শিবির শুরু হওয়ার আগে এদিন সকালে জওয়ানরা এলাকায় মাইকিং করেন। সকল গ্রামবাসীকে জানান তাঁরা যাতে নিজেদের গৃহপালিত পশুদের ওই শিবিরে নিয়ে এসে চিকিৎসা করান। লঙ্কাপাড়ার পাঁচ, কুড়ি, সাতাশ ও এলবি লাইনের ২৭৫ টি গৃহপালিত পশুর স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসক দেবাশিস ত্রিপাঠি।
advertisement
advertisement
গৃহপালিত পশুদের চিকিৎসা করার পাশাপাশি তাঁদের মালিকদের সঙ্গে কথা বলেন চিকিৎসক দেবাশিস ত্রিপাঠি। কী কী অসুবিধা রয়েছে তা জেনে নেন। এই প্রসঙ্গে পরে তিনি জানান, এই ঠান্ডা-গরমে গৃহপালিত পশুদের শরীর খারাপ হয়। এলাকর অনেক পশুর অসুস্থতার খবর আসছিল। কিন্তু প্রতিটি বাড়িতে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা সম্ভব ছিল না। তাই তাদের এক জায়গায় এনে পরীক্ষা করে দেখলাম। জ্বর সহ পেটের সমস্যার ওষুধ দিয়েছি।
advertisement
অনন্যা দে
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Aug 02, 2023 7:57 PM IST









