South 24 Parganas News: মাছ ধরার জাল ফেলতেই পুকুর থেকে উঠে এল পঞ্চায়েতের তিনটি ব্যালট বাক্স!
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUMAN SAHA
Last Updated:
মাছ ধরবেন বলে পুকুরে জাল ফেলেছিলেন গ্রামবাসীরা। কিন্তু তাতে মাছের বদলে উঠে এল পঞ্চায়েত ভোটের তিনটি ব্যালট বাক্স
দক্ষিণ ২৪ পরগনা: পঞ্চায়েত ভোটের ফল প্রকাশের পর তিন সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও ঝোপঝার, পুকুর, নর্দমা থেকে উদ্ধার হয়ে চলেছে ব্যালট পেপার, ব্যালট বাক্স। বুধবার দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট (পশ্চিম) বিধানসভা নেতড়া হাই স্কুলের পাশের একটি পুকুর থেকে উদ্ধার হল তিনটি ব্যালট বাক্স। এই ঘটনার পরই ব্যাপক চাঞ্চল্য ছাড়া এলাকায়।
বুধবার সকালে ওই পুকুরে জাল ফেলে মাছ ধরছিলেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। হঠাৎই তাঁদের জাল বেশ ভারী ঠেকে। বড় মাছ জালবন্দি করতে পেরেছেন ভেবে খুশিতে আত্মহারা হন তাঁরা। কিন্তু জাল টেনে তুলতেই চক্ষু চড়কগাছ। মাছ কোথায়, এ যে জালে আটকে তিনটি ব্যালট বাক্স! ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পুকুর পাড়ে এসে দলে দলে ভিড় করে গ্রামের মানুষ। খবর যায় পুলিশ ও ব্লক প্রশাসনের কাছে।
advertisement
advertisement
পুকুরে মাছ ধরতে গিয়ে ব্যালট বাক্স উদ্ধার প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা বলেন, বৃষ্টির ফলে স্থানীয় একটি পুকুরে মাছ ধরার জন্য জাল দিচ্ছিল গ্রামবাসীরা। সেই জালেই উঠে আসে ব্যালট বাক্স। এই বিষয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলা সিপিএমের সম্পাদক শমীক লাহিড়ী বলেন, পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে গোটা রাজ্যে যেভাবে সন্ত্রাস চালিয়েছে রাজ্যের শাসক দল তার প্রমাণ এইটাই। ভোট গ্রহণ থেকে গণনা পর্যন্ত সমস্তটাই কারচুপি করেছে। তাঁর দাবি, নেতড়া অঞ্চলের সমস্ত নির্বাচনের ফলাফল বাতিল বলে ঘোষণা করতে হবে। সেই সঙ্গে শমীক লাহিড়ীর অভিযোগ, এই ঘটনার সঙ্গে শাসকদলের পাশাপাশি প্রশাসনিক কর্তারাও জড়িত।
advertisement
সুমন সাহা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
August 02, 2023 7:40 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: মাছ ধরার জাল ফেলতেই পুকুর থেকে উঠে এল পঞ্চায়েতের তিনটি ব্যালট বাক্স!