আরও পড়ুন: ভুয়ো কলসেন্টার চক্রের হাতিয়ার ক্রিপ্টো কারেন্সি! চেন্নাই থেকে ধৃত কারবারের মাথা
চিকিৎসা করাতে এসে হয়রানির শিকার হচ্ছেন রোগী এবং তাদেরর পরিজনরা। কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে ভর্তি হওয়ার পরেও রোগীদের দেখছেন না কোনও চিকিৎসক! চিকিৎসা ব্যবস্থা নিয়ে এমনই সব গুরুতর অভিযোগে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে।
advertisement
হাসপাতালের এই করুণ দৃশ্য দেখে হতবাক সকলেই। কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক হালদার বলেন, বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না,। দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সাথী কুণ্ডুর সঙ্গে কথা বলে দ্রুত এই সমস্যার সমাধান করবেন বলে প্রতিশ্রুতি দেন। নদিয়া জেলার এই হাসপাতালের বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ উঠতে থাকায় প্রশাসনের অন্দরেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন এই হাসপাতাল নিয়ে এত অভিযোগ তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন অনেকে। যদিও এই নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে চায়নি।
মৈনাক দেবনাথ