উত্তর ২৪ পরগনা: ভুয়ো কল সেন্টার খুলে ফের বিদেশি নাগরিকদের প্রতারণা। এবার ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে প্রতারণার অভিযোগ। তদন্তে নেমে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ক্রিপ্টো কারেন্সির অ্যাকাউন্ট হোল্ডারকে চেন্নাই থেকে গ্রেফতার করল। ধৃতের নাম প্রকাশ সুব্রামানিয়াম।
বিধাননগর কমিশনারেট সূত্রে খবর, ২০২১ সালের অগস্ট মাসে সল্টলেক সেক্টর ফাইভের ম্যাট্রিক্স টাওয়ারে অবস্থিত একটি ভুয়ো কল সেন্টারে হানা দিয়েছিল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। সেখান থেকে সাতজনকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, ওই ভুয়ো কল সেন্টার থেকে বিদেশি নাগরিকদের কাছে ফোন যেত। নিজেদের মাইক্রোসফট, অ্যামাজনের মত মার্কিন বহুজাতিক সংস্থার কর্মী পরিচয় দিয়ে টেক সাপোর্টের প্রতিশ্রুতি দেওয়া হত। যারা এই ফাঁদে পা দিত তাদের থেকে হাতিয়ে নিত মোটা অঙ্কের বিদেশি মুদ্রা।
আরও পড়ুন: বন্দুকের বাঁট দিয়ে মারধোর, লুঠ চার লক্ষের বেশি টাকা! শেষে CCTV-তেই ফাঁসল চোর
তদন্ত আরও এগোলে পুলিশ জানতে পারে, বিদেশ থেকে বেআইনি উপায়ে হাতানো এই অর্থ ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে কলকাতায় এসে পৌঁছত। যেহেতু ব্লক চেনের মাধ্যমে তৈরির ফলে ক্রিপ্টো কারেন্সির অ্যাকাউন্ট হোল্ডারকে ধরা সহজ নয় তাই তদন্তে বেশ কিছুটা সময় লেগে যায়। কিছুদিন আগে কলকাতা পুলিশের অন্তর্গত এলাকা থেকে শেখ মুসাইব রহমান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। জানা যায় প্রাথমিকভাবে ওই ব্যক্তির নামে ক্রিপ্টো কারেন্সির অ্যাকাউন্ট খোলা হয়েছিল। পরবর্তীতে অন্য একটি ই-মেল আইডি এবং ফোন নম্বর ব্যবহার করে ক্রিপ্টো ওয়ালেটের পাসওয়ার্ড এবং টাকা লেনদেনর যাবতীয় তথ্য পরিবর্তন করা হয় বলে জানতে পারে পুলিশ। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এরপর চেন্নাইয়ে হানা দেয় বিধাননগর সাইবার ক্রাইম থানার তদন্তকারী অফিসার। সেখান থেকে প্রকাশ সুব্রামানিয়ামকে গ্রেফতার করা হয়।
সূত্রের খবর, ক্রিপ্টো ওয়ালেটের ক্রেডেনশিয়াল এই ব্যক্তির ই-মেল আইডি এবং ফোন নম্বর ব্যবহার করে পরিবর্তন করা হয়েছিল। চার দিনের ট্রানজিট রিমান্ডে তাঁকে চেন্নাই থেকে কলকাতা নিয়ে আসা হয়েছে। এই ক্রিপ্টো কারেন্সির টাকা কার মারফতে কোথায় এসে পৌঁছতো এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা তদন্ত করে দেখছে পুলিশ।
অনুপ চক্রবর্তী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Arrested