West Bardhaman News: বন্দুকের বাঁট দিয়ে মারধোর, লুঠ চার লক্ষের বেশি টাকা! শেষে CCTV-তেই ফাঁসল চোর

Last Updated:

দশটা নাগাদ তিনজন দুষ্কৃতী শাটার খুলে ভেতরে ঢুকে পড়ে। বন্দুকের বাঁট দিয়ে তাঁদের মারধর করে বলে শ্যামলবাবুর অভিযোগ। এরপর নগদ চার লক্ষের বেশি টাকা নিয়ে তারা চম্পট দেয়।

+
title=

পশ্চিম বর্ধমান: জনবহুল এলাকায় মদের দোকানে ঢুকে লুটপাট চালায় তিন দুষ্কৃতী। বাধা দিলে দোকানের কর্মীদের বন্দুকের বাঁট দিয়ে আঘাত‌ও করে। শেষে ক্যাশ বাক্স ভেঙে চার লক্ষের বেশি টাকা নিয়ে চম্পট দেয়। কিন্তু শেষ রক্ষা হল না। গোটা ঘটনাটাই দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছিল। সেই ফুটেজ দেখেই এক দুষ্কৃতীকে পাকড়াও করল পুলিশ। আসানসোলের ঘটনা।
রাত ১০ টা নাগাদ আসানসোল দক্ষিণ থানার এসবি গড়াই রোডের এক মদের দোকানে এই লুটপাট চলে। দোকানের কর্মী শ্যামল দত্ত জানান, সন্ধে সাড়ে ন’টা নাগাদ দোকানের শাটার বন্ধ করে দেওয়া হয়। এরপর ভেতরে সহকর্মী সন্দীপ পালের সঙ্গে তিনি হিসেব মেলানোর কাজ করছিলেন‌। হঠাৎ দশটা নাগাদ তিনজন দুষ্কৃতী শাটার খুলে ভেতরে ঢুকে পড়ে। বন্দুকের বাঁট দিয়ে তাঁদের মারধর করে বলে শ্যামলবাবুর অভিযোগ। এরপর নগদ চার লক্ষের বেশি টাকা নিয়ে তারা চম্পট দেয়। তিনজন দুষ্কৃতীর মধ্যে একজন মুখে কাপড় বেঁধে ছিল বলে জানা গিয়েছে। দু’জন হিন্দিতে কথা বলছিল।
advertisement
advertisement
মদের দোকানে লুটপাটের এই গোটা দৃশ্য সেখানকার সিসিটিভিতে ধরা পড়েছে। সেই ফুটেজ দেখেই তদন্তে নামে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। জেলা হাসপাতাল চত্বরে থেকে প্রতাপ দাস নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে। সিসিটিভি ফুটেজ দেখেই প্রতাপকে চিহ্নিত করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। বাকি দুই দুষ্কৃতীর খোঁজে তল্লাশি চলছে।
advertisement
নয়ন ঘোষ
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: বন্দুকের বাঁট দিয়ে মারধোর, লুঠ চার লক্ষের বেশি টাকা! শেষে CCTV-তেই ফাঁসল চোর
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement